মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার
মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান ও কলা প্রতিযোগিতা
সংবাদদাতা, মালবাজার, ১৫ জুন
মাল সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় শহরের কলোনির মাঠে শনিবার থেকে শুরু হলো সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান ও উত্তর বংগ কলা প্রতিযোগিতা। এদিন সকাল অনুষ্ঠান মঞ্চে প্রদীপ জ্বালিয়ে শুভ সুচনা করেন প্রবীণ শিক্ষক অরুপবরন চট্টোপাধ্যায়, উপস্তিত ছিলেন স্থানীয় কবি স্বাতি মন্ডল ও পৌর কাউন্সিলর সমর দাস। উদ্যোগী সংস্থার যুগ্ম সম্পাদক গৌরব সুত্রধর জানান, রবীন্দ্র ও নজরুল স্মরণে ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী মান্না দের জন্ম শত বার্ষিকী উপলক্ষে আমাদের এই সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান ও উত্তর বংগ কলা প্রতিযোগিতা হচ্ছে। গোটা দিন বিভিন্ন মঞ্চে সঙ্গীত, নৃত্য, বসে আকো সহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রতিদিন চলবে স্থানীয় ও বহিরাগত শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় ১৫টি বিষয়ে ৩৯টি বিভাগে এই প্রতিযোগিতা গুলি অনুষ্ঠিত হবে। সফল প্রতিযোগীকে স্মারক ও পুরস্কার দেওয়া হবে। ডুয়ার্স সহ উত্তরবংগের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা এসেছে।
গোটা এলাকা ঘুরে দেখা গেল স্থানীয় আর আর প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে মঞ্চ তৈরি করে প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুস্টান চলবে আগামী ১৭ জুন পর্যন্ত। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা শহর জুরে উদ্দিপনা সৃষ্টি হয়েছে।