অরাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন বীরভূমের রাজনগরে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:১২ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার
বক্তব্য রাখছেন গাঁওতা নেতা সুনিল সরেন। পাশে বিজেপি নেতা অনুপ গঁরাই ও অন্যান্যরা
আদিবাসী গাঁওতা ও বিজেপি নেতাদের হাত ধরে অরাজনৈতিক কার্যালয় তৈরি হল বীরভূমের রাজনগরে। জনসাধারনের কার্যালয় নামে এই কার্যালয়টির উদ্বোধন হল বীরভূমের রাজনগরে। শনিবার রাজনগরের ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রাম খাসবাজারে এই কার্যালয়টি উদ্বোধন হল। ফিতে কেটে এই কার্যালয়টির উদ্বোধন করেন এদিনের সভার সভাপতি প্রভাত চ্যাটার্জী। বিজেপি নেতা সামিউল আক্তার মিলনের উদ্যোগে তৈরি এই কার্যালয়টির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী গাঁওতার সুনিল সরেন, বিজেপি নেতা অনুপ গঁরাই সহ বেশ কয়েকশো স্থানীয় মানুষ। সুনিল সরেন জানান এই কার্যালয়টি তৈরির মুখ্য উদ্দেশ্য হল এখানে এসে এলাকার সাধারণ মানুষ নিজেদের যেসব সমস্যা, অভাব-অভিযোগ তুলে ধরবেন সেগুলি সমাধানের জন্য এই কার্যালয়ের সদস্যরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। রাজনগর থানা, ব্লক, পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় পরিষেবা পেতে সাহায্য করা হবে এই কার্যালয় থেকে। স্থানীয় বিজেপি নেতাদের উদ্যোগে এই কার্যালয় অরাজনৈতিকভাবে তৈরি হলেও মোদীজীর সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়েই চলতে চান কার্যালয়ের সদস্যরা। এদিন এই কার্যালয়ের সদস্য বাপ্পাদিত্য দে, রাহুল কর্মকার, সন্দিপ পাল, সেখ ইববার, রকিউল আহমেদ, গিরিধারী পাল, পরিতোষ মন্ডল সহ প্রায় শতিনেক স্থানীয় মানুষ এই অরাজনৈতিক মঞ্চটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নেন। জাতি ধর্ম নির্বিশেষে সবধরনের মানুষ এখানে নিজেদের সব ধরনের সমস্যার কথা তুলে ধরতে পারবেন বলে জানান বিজেপি নেতা অনুপ গঁরাই। সুনিল সরেন বিজেপি নেতা সামিউল আক্তার মিলনের ভূয়সী প্রশংসা করে বলেন মিলন এলাকার একজন জনপ্রিয় ও বিশিষ্ট সমাজসেবক। এলাকায় মিলনের বিকল্প মিলন নিজেই। সামিউল আক্তার মিলন জানান তাঁর দীর্ঘ দিনের ইচ্ছা ছিল এলাকায় এধরনের একটি সাধারণ মানুষের বসার জায়গা। যেখানে সব ধর্মের মানুষ এসে নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা ও সমস্যার সমাধানের চেষ্টা করবেন ও বিভিন্ন সরকারী পরিষেবা পেতে সাহায্য করবেন। আজ তিনি ও তাঁর অনুগামীরা এই জায়গাটা তৈরি করতে পেরে নিজেদের গর্ব অনুভব করছেন বলে জানান সামিউল আক্তার মিলন।