ইটাহার কলেজে তৃণমূল ছাত্রপরিষদের সরিয়ে নিজেদের দিখলে নিল এবিভিপির
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫২ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
ইটাহার কলেজে তৃণমূল ছাত্রপরিষদের সরিয়ে নিজেদের দিখলে নিল এবিভিপির
শঙ্কর গুপ্তা
রাজ্যে তৃনমুল ছাত্র পরিষদ পরিচালিত ক্যম্পাস এবার নিজেদের দখলে নিলো এবিভিপি। আজ এবিভিপি ছাত্র পরিষদের অনুগতরা দীর্ঘদিনের ইটাহার কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কে এক কোনে রেখে নিজেদের দখলে নিলো। মুছে ফেলা ও তৃনমূল ছাত্র পরিষদের পতাকা খুলে দিয়ে নিজেদের নাম ও পতাকা দিয়ে নিজেদের হেপাজত নেয় তারা।
শুভব্রত অধিকারী অভিযোগ করেন ইটাহার মেঘনাদ সাহা কলেজে 2015 সালে মনোনয়ন জমা দিতে এসে এবিভিপির তিনজন কার্যকর্তা গুলিবিদ্ধ হয়েছিলেন।সেই রক্তাক্ত ইতিহাসকে মনে রেখে এক তথাকথিত নেতার খাসতালুক বলে পরিচিত ইটাহার কলেজে বিদ্যার্থী পরিষদ তাদের ইউনিট খোলার সাথে সাথে কলেজে এবিভিপির ঝান্ডা ওড়াল। সমস্ত কলেজে যখন টিএমসিপি র একনায়কতন্ত্র, তখন বিরোধী ছাত্রশক্তির দাপটে ইটাহারে কলেজ ছাড়া হল টিএমসিপি।উত্তর দিনাজপুর জেলায় বিরোধী ছাত্র রাজনীতির ভিত্তি রচনা করল ইটাহার।কলেজের প্রিন্সিপাল এর কাছে দ্রুত ছাত্র নির্বাচনের অনুরোধ জানান