ভুট্টা ব্যবসায়ীর ছিনতাই কেশে চাকুলিয়া পুলিশ গ্রেপ্তার করল চার জ
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
ভুট্টা ব্যবসায়ীর ছিনতাই কেশে চাকুলিয়া পুলিশ গ্রেপ্তার করল চার ব্যাক্তিকে।
সংবাদদাতা চাকুলিয়া, ১৪ ই জুন:
গত ৭ই জুন, সন্ধ্যা অনুমান সাতটার সময় উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত চাকুলিয়া থানার বাক্কা কালভার্টের গ্রামের নিকট একটি ছিনতাই ঘটনা ঘটে। ঘটনায় কোনা গ্রামের মনিরুল ইসলাম নামের এক ব্যবসায়ী আহত হয়। মনিরুলের কথামতো অজ্ঞাতপরিচয় ৩ জন দুষ্কৃতী তার মাথায় পিস্তল দ্বারা আঘাত করে তার নিকট থেকে সাড়ে চার লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরবর্তীতে তিনি চাকুলিয়া থানায় উক্ত বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। চাকুলিয়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে দুষ্কৃতীদের ব্যবহৃত মোবাইল ফোনের কল ডিটেইল্স রেকর্ড( সিডিআর) এবং মোবাইল টাওয়ার লোকেশন এর সূত্র ধরে দুষ্কৃতীদের শনাক্ত করে। ১৩ ই জুন মনিরুল ইসলামের সঙ্গী মোহাম্মদ উজির সহ অপর তিন দুষ্কৃতকারীকে গ্রেফতার করে। ১৪ ই জুন ভারতীয় দণ্ডবিধি আইনের ৩৯৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের ইসলামপুর মহকুমা আদালতে প্রেরণ করেন।চাকুলিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বনাথ মিত্র জানিয়েছেন, অপরাধীদের রিমান্ডে পেলে আগামী ৭ দিনের মধ্যে ছিনতাই হওয়া সমস্ত টাকা উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী মহল থেকে এলাকার সাধারণ মানুষ।