মেটেলিতে পানীয়জল প্রকল্পের সূচনা
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৩১ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
মেটেলিতে পানীয়জল প্রকল্পের সূচনা
সংবাদদাতা, মালবাজার, ১৪ জুন
বাড়ছে গরম চড়ছে পারদ স্তম্ভের উচ্চতা। গরমে হাসপাস করছে মানুষ। সাবার চাহিদা এক গ্লাস ঠান্ডা জল। দোকান কিনতে গেলে লাগে টাকা। এসব কথা ভেবে মারোয়ারী যুব মঞ্চের উদ্যোগে মেটেলি বাজারে উদ্বোধন করা হলো বিশুদ্ধ ঠান্ডা পানীয়জল প্রকল্পের। শুক্রবার এই প্রকল্পের উদ্বোধন করেন মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী। উপস্তিত ছিলেন মালের সি আই আশীষ থাপা, মেটেলি থানার ওসি প্রদীপ দত্ত, প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা প্রমুখ। মারোয়ারী যুব মঞ্চের সভাপতি রাজেশ মোক্তান ও সম্পাদক বজরং মিত্তল বলেন, আশেপাশের চাবাগান ও পাহাড়ি এলাকা থেকে প্রতিদিন প্রচুর মানুষ এখানে আসে। এই প্রচন্ড গরমে জল পিপাসা অনুভূত হয়। তাই সবার কথা ভেবে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রায় ২.৫ লক্ষ টাকা খবর হয়েছে। এখানে বিশুদ্ধ ঠান্ডা জল পাওয়া যাবে।
এদিন এই অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় দুই কৃর্তি ছাত্রছাত্রী নির্মলেন্দু রায় ও মুসকান ফিরদৌসকে সংবর্ধনা দেওয়া হয়। জলের প্রকল্প পেয়ে স্থানীয় মানুষ খুশি।