সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্ধ হচ্ছে বনের দরজা এবার ছার নেই চাপরামারিতে

পুষ্পপ্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

 বন্ধ হচ্ছে বনের দরজা এবার ছার নেই চাপরামারিতে। 

সংবাদদাতা, মালবাজার, ১৪ জুন

 ডুয়ার্সে পর্যটন শিল্পের প্রধান আকর্ষণ বনাঞ্চল। বছরে অন্যান্য সময় বনাঞ্চলের দরজা খোলা থাকলেও জুন মাসের ১৬ তারিক থেকে সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত বনের দরজা সাধারনের জন্য বন্ধ থাকে। সাবেক কাল থেকে এই নিয়ম চলেছে। কারন এই সময় পশুদের প্রজননের সময়। শুধুমাত্র গত বছর বনদপ্তর পর্যটকদের জন্য চাপরামারি খোলা রেখেছিল।   এ বছর সেই সুযোগ থাকছে না।     আগামী রবিবার থেকে বন্ধ হচ্ছে বনের দরজা।   আগামী তিন মাস বনের পর্যটকদের নিয়ে যাওয়া যাবে না। গতবছর পর্যটকদের সুবিধার জন্য গরুমারা বনাঞ্চল বন্ধ রেখে চাপরামারি বনাঞ্চলের দরজা খোলা ছিল। বনবিভাগের এই সিদ্বান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেছিল পরিবেশ প্রেমী বিভিন্ন সংস্থা। তাই এবার আগের থেকেই বনদপ্তর ঘোষণা করে জানিয়ে দেয় এক মাত্র মেদলা ওয়াচ টাওয়ার বাদে সব বনাঞ্চল বন্ধ থাকবে। গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী জানান, আগামী ১৬ জুন থেকে বন্ধ হচ্ছে বনের দরজা। এবার চাপরামারিতে ছার নেই। সেখানেও বন্ধ থাকবে। 
লাটাগুড়ির বিশিষ্ট পরিবেশ প্রেমী অনির্বাণ মজুমদার বলেন, গত বছর চাপরামারি খোলা থাকায় আমরা সমবেত ভাবে প্রতিবাদ করেছিলাম। বনবিভাগ তাতে সায় দিয়ে এবার আর ছার দেয়নি এটা ভালো লক্ষ্মণ।