মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাড়িয়ার গন্ধে আকৃষ্ট হয়ে ঘর ভেঙে খাবার সাবার করল হাতি

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

মালবাজার

ডুয়ার্সের চাবাগান এলাকায় চা শ্রমিকদের মধ্যে হাড়িয়া খাওয়ার প্রবনতা আছে। এই কারনে চাবাগান ও স্থানীয় বস্তী এলাকায় আতপ চালের ভাত পচিয়ে সস্তার এক মাদক দ্রব্য তৈরি করা হয়। এটাকে হাড়িয়া বলে। এই হাড়িয়া তৈরি করে বিক্রি করে অনেক গরীব মানুষের জীবিকার সংস্থান হয়। তবে বর্তমান সময়ে এই হাড়িয়ার গন্ধে আকৃষ্ট হয়ে বনের হাতির দল হানা দিচ্ছে চাবাগান ও স্থানীয় বস্তী এলাকায়। এই রকম ভাবে বুধবার রাতে ডায়না বনাঞ্চল থেকে বেরিয়ে এসে এক দাতাল নাগরাকাটা ব্লকের লুকসান বাজার এলাকায় লক্ষীমায়া লিম্বুর বাড়িতে হানা দিয়ে ঘর ভেঙে  বাড়িতে তৈরি করে রাখা কয়েক হাড়ি হাড়িয়া , চাল, আটা,আনাজপাতি খেয়ে সাবাড় করে ফিরে যায়। লক্ষীমায়া লিম্বু জানান, আমি ঘরে ঘুমাচ্ছিলাম। আচমকা শব্দ হওয়ায়  উঠে দেখি রান্না ঘরের পাসে হাতি দাঁড়িয়ে। শুর দিয়ে রান্নাঘরের দেওয়াল ভেঙে বড় হাড়িতে রাখা হাড়িয়া টেনে সাবার করে। পরে চাল আটা আনাজপাতি সাবার করে ফিরে যায়। আমি ভয়ে ঘরের কোনে লুকিয়ে ছিলাম। এই ঘটনার পর বনদপ্তরকে খবর দেওয়া সত্বেয় কেউ আসেনি। আমার রান্নাঘরের দেওয়াল তৈজস পত্র সব নষ্ট করেছে।