আলাদিনের আশ্চর্য প্রদীপ কৃতী ছাত্র-ছাত্রীরাই বার্তা ছাত্র সংগঠনের
সানাউল্লাহ আহমেদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:০৭ এএম, ১২ জুন ২০১৯ বুধবার
এমন গাছ লাগাও যেন প্রজাপতিরাই তোমাদের দিকে ধেয়ে আসে, কৃতী ছাত্র-ছাত্রীদের বার্তা ছাত্র সংগঠনের
মালদা জেলা জুড়ে আজ অনুষ্ঠিত হলো জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী সংবর্ধনা অনুষ্ঠান। মালদা জেলা মধ্যশিক্ষা পর্ষদ ও কাউন্সিলের পরীক্ষার ফলাফলে প্রতিবছরের ন্যায় এবছরও নজরকাড়া ফল করেছে এবং তাদেরকে উৎসাহিত করতে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন ছাত্র সংগঠন এবছর এক অন্য রকম বার্তা যেন তাদের দেখে আগামীতে হাজারো এই জেলার কৃতীর জন্ম হোক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিক্ষিকা শ্রীমতি মিনতি দত্ত, উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক ইমাম হোসেন,জেলা সভাপতি উমার আলী মোমিন, শিক্ষক জিল্লুর রহমান জামাতী ইসলামি হিন্দের জেলা সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন কর্ণাধার কর্মকর্তা। অনুষ্ঠানে প্রত্যেক কৃতী ছাত্র-ছাত্রীদের অভিনন্দন ও পুরস্কৃত করার পাশাপাশি তাদের কাছে শোনা হয়েছে আগামী পরীক্ষার্থীদের জন্য কিছু উপদেশ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিক্ষিকা শ্রীমতি মিনতি দত্ত তুলে ধরলেন আগামীতে হাজারো তোমাদের মতো কৃতীর জন্ম হোক এবং বলেন "তোমরা সবার থেকে যখন আলাদা তখন তোমরাই পারো আগামী দেশের ভবিষ্যতে আলাদীনের মায়ার প্রদীপের আলোয় আলোকিত করতে"। এছাড়াও ইমাম হোসেন বললের "তোমারা শুধু পড়াশোনা করতেই নয় পড়াশোনাকে চিন্তাশীল জগতের স্তরে নিয়ে নিজেকে আলাদা করে তুলে ধরো"। আর এই কৃতীদের জন্য জেলার সভাপতি উমার আলী মোমিন তুলে ধরলেন " তোমরা পরীক্ষায় নম্বর তুলতেই নয় ,এমন শিক্ষার পেছনে ছোটো নম্বর তোমার পিছনে ধাওয়া করবে ইনশাআল্লাহ"। পরিশেষে সমাপ্তি সূচনা করেন জামাতে ইসলামী হিন্দের জেলা সভাপতি শিক্ষক জিল্লুর রহমান মহাশয় বলেন "আমাদের একটাই লক্ষ্য করতে ও সৎ সংকল্প,সৎ ইচ্ছা,সৎ লক্ষ্য,সৎ চিন্তা,সৎ জীবন যাপন করতে হলে প্রথমে আমাদের মানুষ হতে হবে"। অনুষ্ঠানটির শুরু থেকে শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম দিয়ে সাফল্য অর্জন করেছেন জেলা সভাপতি উমার আলী মোমিন তিনি পরিশেষে একটাই কথা বললেন "আমরা সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এই কৃতী সংবর্ধনা অনুষ্ঠান শুরু করেছি এবং চলছে এবং আমরা সমস্ত ধর্মের ছাত্র-ছাত্রীদের জন্য এই অনুষ্ঠান পাশাপাশি শান্তির বার্তা পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ।