সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

২০ বছর দাবীর পর যাত্রীবাহী বাস পেল বামনডাঙ্গার মানুষ

পুষ্পপ্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪০ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

হেডিংঃ ২০ বছর দাবীর পর যাত্রীবাহী বাস পেল বামনডাঙ্গার মানুষ। 

সংবাদদাতা মালবাজার, ১১ জুন

 দীর্ঘ ২০ বছরের চাহিদার পরে অবশেষে যাত্রীবাহী বাসের পরিসেবা পেল নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গার মানুষ। এতেই এলাকায় খুশির হাওয়া। 
নাগরাকাটা ব্লকের প্রত্যন্ত এলাকায় রয়েছে বামনডাঙ্গা চাবাগান। বেশ কয়েক হাজার মানুষ বাস করে। নাগরাকাটা বাজার থেকে বামনডাঙ্গা চাবাগানের দুরত্ব ১৮ কিমি। একটা সময় বনজঙ্গল নদী পেরিয়ে তবেই যেতে হতো এই চাবাগানে। গত বাম আমলে নদীর উপর সেতু হয়। কিন্তু, যাত্রীবাহী বাসের পরিসেবা ছিল না। ভরসা বলতে চাবাগানের গাড়ি কিম্বা সাইকেল।   শুলকাপাড়া থেকে বামনডাঙ্গা চাবাগান পর্যন্ত রাস্তার অবস্থাও ছিল বেহাল। এই বেহাল রাস্তা ধরে স্থানীয় কিছু ছোট গাড়ি চলাচল করত। কিন্তু, তার ভাড়া ছিল ৪০ টাকা।সম্প্রতি রাস্তা নির্মাণ হয়েছে কিন্তু ভাড়া সেই ৪০ টাকাই গুনোট হতো। এজন্যই একটি যাত্রী বাহী বাস পরিসেবার দাবি ছিল এই এলাকার মানুষের। এই দাবি ২০ বছর আগেসেই ব্রিজ হওয়ার পর  থেকে উঠে আসে। অবশেষে স্থানীয় তৃনমুল কংগ্রেস নেতা রাজেশ মুন্ডা ও কৈলাশ গোপের উদ্যোগে এক বে সরকারি মালিকানাধীন যাত্রীবাহী বাসের পরিসেবা মঙ্গলবার থেকে শুরু হয়। স্থানীয় তৃনমুল কংগ্রেস নেতারা জানান বামনডাঙ্গা থেকে জলপাইগুড়ি পর্যন্ত দিনে দুই বার বাসটি যাতায়াত করবে। ভাড়া এখান থেকে নাগরাকাটা পর্যন্ত ২০ টাকা থাকবে। 
যাত্রীবাহী বাস পেয়ে এলাকাবাসী খুশি।