সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবার হাতির হানায় মৃত্যু চা শ্রমিকের বাগরাকোটে

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩৭ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

 আবার হাতির হানায় মৃত্যু চা শ্রমিকের বাগরাকোটে। 
সংবাদদাতা, মালবাজার, ১১ জুন। আবার গভীর রাতে হাতির আক্রমণে মৃত্যু ঘটল এক চা-শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের বাগরাকোট চাবাগানে। মৃতার নাম মদন টিজ্ঞা (৫৬)।বাড়ি ওই চাবাগানের ফ্যাক্টরি লাইন শ্রমিক বস্তিতে। 
স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার রাত ২টা নাগাদ মংপং বনাঞ্চল থেকে দুটি দাতাল বুনো হাতি মদন টিজ্ঞার বাড়ির পিছনের সীমানা প্রাচীর ভেঙে ভুট্টা ক্ষেতে প্রবেশ করে। কচি কচি ভুট্টা ভর্তি ভুট্টার গাছ খেতে শুরু করে। সেসময় প্রবল বর্ষন চলছিল। বিদ্যুৎ ছিল না। চারিদিক অন্ধকারে ঢাকা। হাতির উপস্থিতি টের পেয়ে মদন বাড়ি ছেরে অন্যত্র পালিয়ে যাওয়ার চেস্টায় ঘর থেকে বের হয়। অন্ধকারে কোন কিছু বুঝতে না পেরে হাতির সামনে পড়ে যায়। হাতি তাকে শুরে পেচিয়ে পদপিষ্ট করে মারে। এমনকি দাত দিয়ে পা চিরে দেয়। এরপর হাতি দুটি ভুট্টার গাছ সাবার করে আবার বনে ফিরে যায়। 
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনবিভাগের চেল রেঞ্জের কর্মীরা ও মাল বন্যপ্রান শাখার কর্মীরা। মাল থানা থেকে পুলিশও ছুটে আসে। 
স্থানীয়রা পুলিশ ও বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায়। পরে উপযুক্ত ক্ষতিপুরনের আশ্বাস দিলে বিক্ষোভ ঠান্ডা হয়। 
মাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বন দপ্তর সুত্রে জানাগেছে, মৃতের পরিবার উপযুক্ত ক্ষতিপুরন পাবে।