উষ্ণায়নের প্রভাব মুক্ত করতে বিদায় অনুষ্ঠানে গাছের চারা বিলি
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার
মালদা
উষ্ণায়নের প্রভাব মুক্ত করতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গাছের চারা বিলি ও বৃক্ষরোপন করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দ্বিতীয় সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা চতুর্থ সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আদিত্য কুমার লালা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক বিকাশ রায় রজত কিশোর দে প্রমুখ। এদিন অনুষ্ঠানে দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রীরা চতুর্থ সেমিস্টারের প্রায় একশো ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে চারাগাছ দিয়ে বরণ করেন। এছাড়া অনুষ্ঠানে অতিথিদের চারাগাছ দিয়ে বরণ করা হয়। ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাছ লাগান পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপকরাও। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অচিন্ত্য কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্বের উষ্ণায়নের প্রভাব থেকে আমাদের রক্ষা করতে পারে গাছ। তাই যত বেশি সম্ভব গাছ লাগানো দরকার। এদিন বাংলা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রীরা চতুর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গাছের চারা বিলি ও বৃক্ষরোপণ করে নজির সৃষ্টি করল।