শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মহিলা পঞ্চায়েত সদস্যাকে কোপানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার

মালদা

এক মহিলা পঞ্চায়েত সদস্যাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থায়ী স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ির সামনে সিমেন্টের বস্তা রাখাকে কেন্দ্র করে বচসার জেরে মহিলা পঞ্চায়েত সদস্যাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

 আশঙ্কাজনক অবস্থায় মহিলা সদস্যার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে।ঘটনাটি ঘটেছে, রবিবার রাতে ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের নাগ্রায় গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গ্রাম পঞ্চায়েত সদস্যার নাম, নাজিমা বিবি (৩৯)। অভিযুক্ত জামিরুল হক, আজিমুল হক এবং রুহুল হকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। জানা গিয়েছে, নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের তৃনমূল সদস্যা নাজিমা বিবির বাড়ির সামনে রাস্তা আটকে সিমেন্টের বস্তা রাখছিলেন জামিল হকরা। এই ঘটনাতে বাধা দিলে পঞ্চায়েত সদস্যাকে মারধর করে অভিযুক্তরা। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগও ওঠে তিন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপর আহত অবস্থায় গ্রাম পঞ্চায়েত সদস্যা নাজিমা বিবিকে উদ্ধার করে পরিবারের লোকেরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করেন। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।পঞ্চায়েত সদস্যার স্বামী অভিযোগ তুলে বলেন, লোকসভা নির্বাচনে পঞ্চায়েত এলাকায় কংগ্রেসের ভালো ফল হয়েছে। সেই কারণেই তাদের বারবারন্ত। তারা একজন মহিলা সদস্যাকে রাস্তায় ফেলে মারধর করেছে। বাড়ির সামনে সিমেন্ট রাখাকে কেন্দ্র করেই এই ঘটনা বলে দাবি করেন তিনি।  

 ঘটনার তদন্ত শুরু করেছে করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।