মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীর মুক্তিযোদ্ধা দিলীপ দেব আর নেই

জাগরণ রিপোর্ট

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০২:০৫ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

বীর মুক্তিযোদ্ধা দিলীপ দেব মারা গেছেন।  ১ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এস্টোরিয়ায় থাকতেন। 

শুক্রবার বিকালে তার লাশ রাখা হয় কুইন্সের করোনার ১০৪ স্টিটের ফিউনারেল হোমে।  তাকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন প্রবাসী মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণিপেশার মানুষ।  তার লাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা।

এ সময় তার মৃতদেহ বাংলাদেশের জাতীয় পতাকায় ঢেকে দেয়া হয়।  গার্ড অব অনার প্রদান করেন সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ ’৭১-এর সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদ, সহ-সভাপতি আবুল বাশার চুন্নু, সাধারণ সম্পাদক রেজাউল বারী প্রমুখ।

এদিকে স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় এলমহার্স্টের ৭২-০২ এস্টোরিয়া বুলেভার্ডের সেন্ট মাইকেল সমাধিক্ষেত্রে তার শেষকৃত্য হওয়ার কথা।

তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।  প্রয়াত মুক্তিযোদ্ধা দিলীপ দেবের গ্রামের বাড়ি সিলেটের শ্রীমঙ্গলে।