শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার

বীরভূমের লাঘোষা গ্রামে এক ব্যাক্তির সবজি ক্ষেতের পাশ থেকে উদ্ধার হয় ৬ ফুটের এক বিরল প্রজাতির সাপ। বীরভূমের লাভপুর থানার লাঘোষা গ্রামের স্বাধীন দাস নিজের গ্রামের মাঠটিতে সব্জি চাষ করে থাকেন। বাইরে থেকে কোন গরু ছাগল ক্ষেতের মধ্যে ঢুকে তা নষ্ট করতে না পারে সে জন্য ক্ষেতের চারদিকে নাইলনের জাল দিয়ে ঘিরে দিয়েছিলেন। হঠাৎ দেখা যায় ঐ নাইলনের জালটিতে একটি বিশালাকার সাপ জড়িয়ে রয়েছে। স্থানীয়রা জানান ওই সাপটি হয়তো ক্ষেতের মধ্যে ঢুকতে গিয়েছিল কিন্তু কোনভাবে সাপটি ওই জালটির মধ্যে জড়িয়ে পড়ে। গ্রামবাসীরা এরপর বনদপ্তরকে খবর দেন। বেশ কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও সেখানে কোন বনকর্মীরা উপস্থিত হননি। এদিকে প্রখর রৌদ্রের কারনে সাপটি মারা যায়। বনদপ্তরের অবহেলায় ওই বিরল প্রজাতির সাপটি মারা যাওয়ায় স্থানীরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান বনদপ্তরকে বিষয়টি সকালে জানানো হয়েছিল। বনকর্মীরা সঠিক সময়ে এসে পৌছালে সাপটিকে বাঁচানো যেত। হলুদের ওপর কালো ডোরা কাটা এই সাপটি 'শাঁখামুটি' নামে পরিচিত। অনেকে  এই সাপটিকে রাজসাপ বলে থাকেন। এই সাপটি অত্যন্ত বিষধর হলেও খুবই শান্ত প্রকৃতির। এই সাপের কামড়ে মৃত্যু প্রায় বিরল। এই সাপটি প্রায় ৬ ফুট লম্বা ছিল বলে জানা গেছে।