সিলেটের টেস্ট অভিষেক, স্মৃতির গালিচায় স্মরণীয় যাত্রা
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজের মধ্যদিয়ে প্রথমবারের মতো টেস্ট আঙ্গিনায় প্রবেশ করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। টেস্ট ভেন্যুর অভিষেক উপলক্ষে গোটা সিলেটে এখন রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে। গ্যালারিতে ম্যাচের প্রতিটি মুহূর্ত দর্শকরা উচ্ছ্বাসিত প্রতিক্রিয়া দেখিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখছেন।
ম্যাচ শুরুর আগেই অবশ্য নানা কারণে সিলেটের টেস্ট অভিষেক স্মরণীয় হয়ে গেছে। টেস্ট ম্যাচ শুরুর আগে ঘণ্টা বাজিয়ে উদ্বোধনী সংকেত দেন বিসিবির ডিরেক্টর এবং ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান।
এর আগে ক্রিকেটের মক্কা হিসেবে খ্যাত লর্ডস এবং কলকাতার ইডেন গার্ডেনে রেওয়াজ অনুযায়ী টেস্ট ম্যাচ শুরুর আগে বাজানো হয় ঘণ্টা। ওই দুই ভেন্যুর মতোই খেলা শুরুর পাঁচ মিনিট আগে বাজানো হয় 'ফাইভ মিনিট বেল' বাজিয়েছেন আকরাম খান।
দেশের অষ্টম এবং পৃথিবীর ১১৬তম টেস্ট ভেন্যু হিসাবে সিলেটের আত্মপ্রকাশের দিনে টাইগারদের হয়ে অভিষেক হয়েছে আরিফুল হক এবং নাজমুল ইসলাম অপুর। খেলা শুরুর আগে তাদের হাতে ক্যাপ ধরিয়ে দেন কোচ স্টিভ রোডস।
নিজের ক্যারিয়ারের ১০০তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমেছেন বাংলাদেশের ১০ম টেস্ট অধিনায়ক মাহামুদুল্লাহ রিয়াদ।
সিলেটে টেস্ট অভিষেকের বিশেষ মুহূর্তকে স্মরণীয় রাখার জন্য খেলা শুরুর আগে দুই দলের অধিনায়ক টসের জন্য বানানো বিশেষ মুদ্রা দিয়ে টস করেন।
এছাড়া, সিলেট বিভাগ থেকে বাংলাদেশের হয়ে খেলা সাবেক টেস্ট ক্রিকেটারদের এই ম্যাচ উপভোগ করার জন্য ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের হাতে বিসিবির পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়। স্মারক উপহার পাবেন ম্যাচ কাভার করতে আসা সাংবাদিকরাও। ম্যাচটির টিকেটের নকশাও করা হয়েছে ‘স্মারক’এর আদলে।
সিলেট টেস্টে ইতিহাসের প্রথম বোলার হিসেবে উইকেট পেয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। তার বলে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ব্রায়ান চারি।