শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বে-পরোয়া গাড়ি চালানোই পৃথক দুই ঘটনায় গুরুতর আহত-২, গাড়ি আটক,

শীষ মর্তুজা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১৯ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

চাকুলিয়া

বে-পরোয়াভাবে গাড়ি চালানোর ফলে শনিবার পৃথক দুই ঘটনায় দুইজন ব্যক্তি গুরুতর আহত হয়ে চাকুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে চাকুলিয়া থানার অন্তর্গত বালান্চা গ্রামে। শনিবার সকাল ১১ টা ১০ মিনিটে প্রথম দুর্ঘটনাটি ঘটে

বালাঞ্চা গ্রামের পশ্চিম প্রান্তে।WB- 74-V/8023 নম্বর বোলেরো গাড়ির ড্রাইভার আকতার আলম চাকুলিয়ার দিক থেকে নিজ বাড়ি বার্শালপুর যাওয়ার সময় কোনা গ্রামের মোহাম্মদ সামির (২২) নামের এক মোটরসাইকেল আরোহী কে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে গিয়ে স্বজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। আর পালাতে গিয়ে আবার নিয়ন্ত্রণ হারিয়ে বালাঞ্চা গ্রামের পূর্ব প্রান্তে বাকা ডুমুরিয়া গ্রামের ষাটোর্ধ্ব এক ভ্যান আরোহী তমিজ উদ্দিন কে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনা দেখে ঐ গ্রামের কিছু যুবক মোটরসাইকেল নিয়ে তার পিছু করে। অবশেষে গোয়াগাঁও বাজারে গাড়িটি ছেড়ে চালক পালিয়ে যায়। জানিয়েছেন বালাঞ্চা গ্রামের প্রত্যক্ষ দর্শিরা।পুলিশ ঘাতক গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। চাকুলিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিশ্বনাথ মিত্র জানিয়েছেন, নির্দিষ্ট ভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।