কন্যা সন্তান না হওয়ায় খুনের অভিযোগ শান্তিনিকেতনে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:২৯ পিএম, ৭ জুন ২০১৯ শুক্রবার
কন্যা সন্তানের জন্ম দেওয়ায় এক যুবতীকে খুনের অভিযোগ উঠল শান্তিনিকেতনে। মৃতার নাম রজনী হাজরা। বয়স আঠাশ। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার উত্তর নারায়ণপুর এলাকায়। মৃতার পরিবার খুনের অভিযোগ এনেছেন তার শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায় বছর সাতেক আগে দুর্গাপুরের মায়াবাজার এলাকার রাজকুমার হাড়ির মেয়ে রজনীর সঙ্গে বিয়ে হয় বীরভূমের শান্তিনিকেতনের উত্তর নারায়ণপুর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ হাজরার। অভিযোগ বিয়ের পর থেকে টাকার জন্য নানা রকম অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। বছর চারেক আগে রজনীর একটি কন্যা সন্তান জন্ম হয়। রজনীর পরিবারের অভিযোগ কন্যা সন্তান হওয়ার জন্যই রজনীর প্রতি অত্যাচার করা হত। সেজন্যই খুন হতে হয় রজনীকে। শুক্রবার শান্তিনিকেতন থানার পুলিশ শান্তিনিকেতনের নারায়ণপুর এলাকার বাড়ি থেকে রজনীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। রজনীর বাবা রাজকুমার হাড়ি এ বিষয়ে শান্তিনিকেতন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানার পুলিশ রজনীর স্বামী প্রসেনজিৎ হাজরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।