মাল পৌরসভার উন্নয়ন প্রকল্পের টাকা বরাদ্দ করলেন মন্ত্রী ফিরহাদ
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৪৭ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার
মাল পৌরসভার উন্নয়ন প্রকল্পের টাকা বরাদ্দ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম
সংবাদদাতা, মালবাজার ৬ জুন
নির্বাচনে বিপর্যয় হলেও উন্নয়ন প্রকল্পের কাজ আগের মতোই চলবে। উন্নয়নে ব্যাঘাত হলে চলবে না। উন্নয়ন মুলক কাজের টাকা আটকে থাকবে না। বৃহস্পতিবার এই মর্মে আশ্বাস দিয়ে মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
মাল পৌর এলাকায় একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এর মধ্য রয়েছে বৃহত্তর জল প্রকল্প, অডিটোরিয়াম নির্মাণ, সুইমিং পুল নির্মাণ সহ নানান প্রকল্পের কাজ চলছে। তবে নির্বাচন বিধি সহ নানা কারনে আর্থিক বরাদ্দ পেতে দেরি হয়। একারনে জল প্রকল্প সহ কয়েকটি কাজের গতি স্লথ হয়েছিল। এনিয়ে বৃহস্পতিবার মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা মন্ত্রী হাকিম সাহেবের সাথে দেখা করেন। মন্ত্রী তাকে সমস্ত প্রকল্পের কাজ চালু রাখতে বলেন। এর আর্থিক বরাদ্দ পেয়ে যাবে। এছাড়া নতুন কয়েকটি উন্নয়ন মুলক কাজ শুরু হবে বলে জানাগেছে। কলকাতা থেকে চেয়ারম্যান স্বপন সাহা ফোনে জানান, জল প্রকল্প সহ একাধিক প্রকল্পের জন্য নির্ধারিত অর্থ বরাদ্দ হয়েছে। এছাড়াও নতুন করে কয়েকটি কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে।