বীরভুমের খুষ্টিগিরি মাজার প্রাঙ্গনে সম্প্রীতির বার্তা
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩৭ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার
ঈদের দিন শান্তি ও সম্প্রীতির বাতাবরণ দেখা গেল বীরভূমের খুষ্টিগিরিতে। সারা মুসলিম বিশ্বের সাথে সাথে জেলা বীরভূমেও শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হল পবিত্র ঈদুল ফিতর।
জেলার অন্যতম ধর্মীয় পীঠস্থান খুষ্টিগিরিতে বিখ্যাত সুফিসাধক সৈয়দ শাহ্ আব্দুল্লাহ কিরমানী সাহেবের মাজার প্রাঙ্গনে স্থানীয় ও আশেপাশের বহু মানুষ ইদের নামাজ পাঠ করেন। ইদের নামাজের পর কিরমানি সাহেবের মাজার জিয়ারত করেন উপস্থিত ভক্তরা। বিশ্বনবীর ২৭ তম বংশধর সুফিসাধক সৈয়দ আব্দুল্লাহ কিরমানি সাহেবের উত্তরসূরী বর্তমান পীরসাহেব সৈয়দ শাহ্ বজলে রহমান কিরমানি নামাজ শেষে বিশ্বশান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করেন। উপস্থিত ছিলেন পীর সাহেবের পরিবারের সদস্যরা সহ এলাকার বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিন বর্তমান মোতয়াল্লী ও সাজ্জাদানেশীন সৈয়দ শাহ্ বজলে রহমান কিরমানিকে পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানান পাঁড়ুই থানার ওসি দেবব্রত সিনহা।