বরফ গলছে চীন-আমেরিকায়
জাগরণ ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০১:০০ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
বরফ গলতে শুরু করেছে চীন-আমেরিকায় বাণিজ্য সম্পর্কে। নতুন করে বাণিজ্য চুক্তি করতে আলোচনায় বসতে সম্মত হয়েছে চীন ও আমেরিকা।
আজ চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, ন্যায় সঙ্গত বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত চীন। এমনটিই প্রকাশ করেছে আমেরিকান গণমাধ্যম রয়র্টাস।
এ সম্পর্কে চীনের বাণিজ্য উপমন্ত্রী ওয়াং বিংনান বলেন, চীন আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় এবং দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি গড়তে চায় তবে সেটা হতে হবে দুই দেশের মধ্যে ন্যায় সঙ্গত।
অপরদিকে, গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।
প্রসঙ্গত, কয়েক মাস ধরেই চলছে চীন-আমেরিকার মধ্যে বাণিজ্যিক স্নায়ু যুদ্ধ। অস্তিত্ব টিকিয়ে রাখার এই যুদ্ধে যেনো কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে প্রস্তুত না । সম্ভবত এ কারনেই একে অপরের দেশের বিভিন্ন পণ্যের ওপর চরাদামে শুল্কারোপ করেছে।