হরিশ্চন্দ্রপুরের ভবানীপুরে ঈদ মিলন উৎসব
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার
হরিশ্চন্দ্রপুরের ভবানীপুরে ঈদ মিলন উৎসব
হরিশ্চন্দ্রপুর 5 জুন :
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর , তুলসীহাটা,কুশিদা,হরিশচন্দ্রপুর, ভিঙ্গল,রশিদাবাদ,বরই সাতটি পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান সহ এলাকার সর্বধর্মের সকল শ্রেণীর মানুষদের নিয়ে পবিত্র ঈদ উপলক্ষ্যে হরিশ্চন্দ্রপুর ঈদ মিলন উৎসব কমিটির পরিচালনায় বুধবার তুলসীহাটা মার্কেট মাঠে দমকল অফিসের পার্শ্বে এক মনোজ্ঞ ঈদ মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হল। উৎসবে প্রায় পাঁচ হাজার লোকের সমাগম হয় ।সেই সঙ্গে এলাকার মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক ও মেডিক্যাল কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ঈদের আনন্দ সকলের মধ্যে পৌঁছে দিতে উদ্দোক্তাদের এই প্রচেষ্টা ।
উৎসবে উপস্থিতছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, হরিশচন্দ্রপুরের বিধায়ক তথা মুস্তাক আলম ও প্রাক্তন বিধায়ক তথা তজিমুল হোসেন, এলাকার বিশিষ্ট সমাজ সেবক জহির রাহি রানা,
আরও উপস্থিতছিলেন তুলসীহাটা হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষক আব্দুল অদুত সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ।
কুরআন তেলাওয়াত,ইসলামীক সংগীত থেকে শুরু করে কবিতা আবৃত্তি, আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের আয়োজন করা হয় ।
সেই সঙ্গে সম্প্রীতির বার্তা দিতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষদেরকে লাচ্ছা ও সেমাই দিয়ে মিষ্টি মুখ করানো হয় ।
উত্তর মালদা জেলার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন,' সাম্প্রদায়িকতার হিংসা, দ্বন্দ্ব ভুলে গিয়ে এলাকার হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষদেরকে এক সূত্রে বেধে থাকতে হবে।'
বিধায়ক মুস্তাক আলম বলেন ,'ঈদ মিলন উৎসবে জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ ও সর্বদলের নেতাদের উপস্থিতির মধ্যে আসতে পেরে খুব খুশি। আজকের এই সাম্প্রদায়িক সমপ্রিতির বার্তা চারদিকে মুখরিত হক এবং উষ্ণ আলিঙ্গনের মধ্য দিয়ে বেচে থাকুক মানুষের ভালোবাসা।'
তুলসীহাটা হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষক আব্দুল অদুত বলেন, 'সারা বছর ধরে আমাদের সমাজ ও জাতি গঠনে সবাইকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই ধরনের মিলন উৎসবগুলি থেকে আমাদের সেই অনুপ্রেরণা তৈরী করতে হবে।'
অপর দিকে কমিটির উদ্দোক্তা মহ : নাজিম আক্তার, নুর ও রনি বলেন, 'আমরা মানুষ হিসাবে সবাই সমান, সবাইকে এক হয়ে সাম্প্রদায়িক শক্তি ধ্বংস করতে হবে ও এক বৃন্তে দু'টি কুসুম হিন্দু -মুসলমান '- কবির স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হবে সবাইকে ।