বিশ্ব পরিবেশ দিবসে গাছ কাটতে গিয়ে বাধা পেল বনদপ্তর
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার
বিশ্ব পরিবেশ দিবসে গাছ কাটতে গিয়ে বাধা পেল বনদপ্তর
বুধবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। ভারত সহ গোটা বিশ্বে এই দিনে কেউ গাছ কাটে না।সর্বত্র বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এমন দিনে সরকারি অনুমোদন রীতিমতো প্রকাশ্য দিবালাকে শতাব্দী প্রাচীন বনস্পতি ছেদন চলছিল। পরিবেশ প্রেমীদের বাধায় সাত দিন স্থগিত রইল গাছ কাটা। ঘটনাটি ঘটেছে গরুমারা বনাঞ্চল সংলগ্ন রামসাই পানবাড়ি উপ স্বাস্থ্যকেন্দ্র এলাকায়। জানাগেছে, ওখানে রাস্তার পাসে দাড়িয়ে ছিল এক শতাব্দী প্রাচীন বনস্পতি। রাস্তা সম্প্রসারণের ও উন্নয়ন মুলক কাজের জন্য গাছটি কাটার সিদ্ধান্ত হয়। সেইমতো বনবিভাগ তাদের চালসা রেঞ্জকে গাছ কাটার অনুমোদন দেয়। সেই সরকারি অনুমোদন নিয়ে বুধবার বিশ্ব পরিবেশ দিবসে প্রকাশ্য দিবালাকে গাছ কাটা শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান জলপাইগুড়ির বিশিষ্ট পরিবেশ কর্মী তথা বিপর্যয় মোকাবিলা দলের প্রাক্তন কাউন্সিলর আইনজীবী স্বরুপ মন্ডল। তিনি ঘটনটি অতিরিক্ত জেলা শাসক সহ বিভিন্ন প্রশাসনিক মহলে জানান। যারা গাছ কাটছিল তাদের এই দিনের তাৎপর্য বুঝিয়ে বলেন, আজকের দিনে পৃথিবীর ১৪৪ দেশে গাছ লাগানোর কর্মসূচি পালন করা হয়। আজকের দিনে কেউ গাছ কাটে না। অবশেষে তারা ভুল বুঝতে পারে এবং আগামী সাত ওই গাছ কাটা স্থগিত করা হয়।