শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূমে যথাযত মর্যাদার সাথে ঈদুল ফেতর পালিত হল।-

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:০২ পিএম, ৫ জুন ২০১৯ বুধবার

সারা মুসলিম বিশ্বের সাথে সাথে  রাঙ্গামাটির দেশ বীরভূমেও শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হল পবিত্র ঈদুল ফেতর। একমাস রমজানের রোজা রাখার পর ধর্মপ্রান মুসলিমরা আজ এলাকার বিভিন্ন মসজিদ ও ইদগাহে ইদের নামাজে শামিল হন। সকাল থেকেই বৃষ্টি  শুরু হলেও তা ইদের খুশিকে দমিত করতে পারেনি। বৃষ্টিতে ভিজেও কচি কাঁচা থেকে শুরু করে সবাই নামাজ পড়তে যান। নামাজের পর একে অপররের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত  সকলে সমবেত হয়ে  বিশ্বশান্তির জন্য  প্রার্থনাও করেন এদিন। জেলার সদর শহর সিউড়ির ইদগাহ ময়দানে অগনিত মানুষ ঈদের নামাজ পড়তে উপস্থিত হন। ইলামবাজার, বোলপুর, দুবরাজপুর, রামপুহাট সহ জেলার সব প্রান্তেই আজ ঈদের নামাজ অত্যন্ত মর্যাদার সাথে পালিত হল। রাজনগর থানার পক্ষ থেকে এদিন মসজিদের ইমামদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন বানার্জী। একে অপরের সাথে তাঁরা শুভেচ্ছা বিনিময়ও করেন। সম্প্রীতির বার্তা ছড়িয়েদেন সমাজে।