রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদের চাঁদ দেখা গেছে সৌদি আরবে, মঙ্গলবার ঈদ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:২৪ এএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

মালদা

আরবির রমজান মাসে দীর্ঘ এক মাস ধরে রোজা করার পর আসলো খুশির ঈদ। সৌদি আরবে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আরব দেশের তুমাইর অঞ্চলে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে এখনও চাঁদ দেখা যায়নি। সৌদি আরবের সিদ্ধান্ত ঘোষণার পর দেশটি ঈদ পালনের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। ইসলামিক মাসেল হিজরী বর্ষপঞ্জী অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদের নামাজ পড়ার জন্য।

সোমবার সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম থেকে মাগরিবের নামাজের পর দেশটিতে চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়া ইন্দোনেশিয়া জানিয়েছে আগামীকাল মঙ্গলবার রমজান মাসের শেষ দিন। সেই হিসেবে দেশটিতে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে। জাপান ও মালয়েশিয়া সরকারও বুধবার ঈদ উদযাপনের সিদ্ধান্তের কথা জানিয়েছে।এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসবে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি।ওই সভায় বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। যদি আরব দেশে মঙ্গলবার ঈদ উদযাপিত হয় তাহলে ভারতবর্ষে বুধবার ঈদ উদযাপিত হবে আশা করা যায়।