সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পৌরসভার মানুষের কাছে ভুল বার্তা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা

হক জাফর ইমাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

মালদাঃ

পুরাতন মালদা পৌরসভার মানুষের কাছে ভুল বার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি,বললেন পুরাতন পৌরসভার পৌরপিতা কার্তিক ঘোষ।

বিজেপির পক্ষ থেকে ওল্ড মালদা পৌরসভা দখলে যে ৭২ ঘণ্টার সময়সীমা দিয়েছিল তার উত্তর দিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন তিনি সাংবাদিক বৈঠক করে বলেন, বিজেপি হাওয়ায় চলছে। কাজের কোন সংগঠন নেই। সংবাদমাধ্যমের সামনে বিজেপি দলের নেতারা বড় মুখ করে যে কাউন্সিলরদের কথা বলেছিলেন তার বেশিরভাগ অংশই আমাদের সঙ্গেষ
 রয়েছে। পুরাতন মালদা পৌরসভার মানুষের কাছে ভুল বার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। যদিও এদিনের সাংবাদিক বৈঠকে দেখা মিলেনি অনেক কাউন্সিলরের। এমনকি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া নিপেন পালের।
পুরাতন মালদা পুরসভার মধ্যে বর্তমানে রয়েছেন তৃণমূলের ১৯ জন। এদের মধ্যে ১৪ জন কাউন্সিলরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবে বলে দাবি করেছিলেন পুরাতন মালদা শহর বিজেপির সভাপতি চন্দন দে।তবে বিজেপির জাবির কয়েকদিন পরে ড্যামেজ কন্ট্রোলে' নামেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এলিন কাউন্সিলরদের নিয়ে চলে দফায় দফায় বৈঠক।তবে এখন দেখার পুরসভা মেয়াদ শেষ হওয়ার আগেই কি বিজেপি দখল করবে না তৃণমূলের হাতেই থাকবে পুরাতন মালদা পৌরসভা। এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।