শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়

পুষ্পপ্রভাত প্রতিবেদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ২ জুন ২০১৯ রোববার

মালবাজারঃ

আদিবাসী সমাজের প্রাচীন ধর্ম "সরনা ধর্ম"। প্রকৃতির  উপাসক  এই প্রাচীন ধর্মের সরকারি স্বীকৃতি ও আদিবাসীদের  জনগননায় পৃথক কলমের দাবী উঠে এলো তাদের প্রর্থনা সভা থেকে। রবিবার সকালে মেটেলি ব্লকের ডাঙ্গি চাবাগানে আদিবাসী প্রাচীন রাজি পারাহা  সমাজের পক্ষ এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেই সভায় এই দাবী উঠে আসে। পাশাপাশি বিভিন্ন স্কুলে আদিবাসী ভাষায় পঠন পাঠনের দাবী জানান হয়। এদিন এই প্রার্থনাসভায় মুখ্য প্রবক্তা ছিলেন ধীরাজ ভগত, জেলা সভাপতি সুনীল উরাও, তরাই এলাকার ফাগুয়া বাকলা প্রমুখ। তারা বলেন, আমাদের সরনা ধর্ম প্রাচীন ধর্ম। আমরা প্রকৃতির উপাসক। প্রকৃতির বিভিন্ন উপাদানকে পুজা করি। অথচ আমাদের হিন্দু ধর্মের মধ্যে ধরা হয়েছে। আমরা পৃথক সরকারি স্বীকৃতি চাইছি। পাশাপাশি এটাও বলা দরকার জনগননায় ১৯৫১ সাল পর্যন্ত আদিবাসীদের জন্য পৃথক কলম ছিল। পরে সেটা তুলে দেওয়া হয়। আমরা পৃথক কলম চাইছি। 
এদিন এই প্রার্থনা সভা উপলক্ষে আদিবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুস্টান পরিবেশন করা হয়।