রমজান মাসের শেষ রবিবারে তুলসীহাটা হাটে মানুষের ঢল
নাজিম আক্তার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ২ জুন ২০১৯ রোববার
রমজান মাসের শেষ রবিবারে তুলসীহাটা হাটে মানুষের ঢল।
হরিশ্চন্দ্রপুর:
দু'দিন পরেই বুধবার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মেতে উঠবে খুশির ঈদ উৎসবে। এই শুভ দিনে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কোলাকুলি ও আলিঙ্গনের মধ্য দিয়ে ভাগ করে নিবে নিজের খুশিকে।তাই তুলসীহাটা হাটে ঈদ উৎসবের বিভিন্ন সামগ্রী কিনতে এলাকার মানুষের ঢল নেমেছে ।
সামসী নিয়ন্ত্রিত তুলসীহাটা হাটটি প্রায় বারো বছর আগে শুরু হয়েছিল ।হাটটির চারিপাশে রয়েছে ভবানীপুর, বাংরুয়া, আলিনগর, গাঙগনদীয়া,সালাল পুর, রাড়িয়াল, শক্তোল, পাড়ো, বাগমারা , তুলসীহাটা, ছত্রক প্রভৃতি গ্রামগুলি ।
রবিবার সকাল থেকেই সারিবদ্ধ ভাবে দোকান বসতে শুরু করে । দশটা হতেই কাতারে কাতারে মানুষ জমতে শুরু করে।দোকানদারের সঙ্গে চলে সাধারণ মানুষের দর কষাকষি ।মানুষের ভিড়ে ও বৃষ্টির জলে হাটের রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়েছে ।
রমজান মাসের শেষ রবিবারে লাভের আশায় ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসায়ীরা দোকান নিয়ে তুলসীহাটা হাটে এসেছে ।যথেষ্ট বিক্রি হওয়ায় ব্যবসায়ীরা খুব খুশি ।
সারিবদ্ধ ভাবে কাপড়ের দোকান,ফলের দোকান, সেমাই এর দোকান, ও সুরমা-আতর- টুপির দোকান বসেছে।ঈদের সামগ্রীর প্রতি মানুষের চাহিদা বেশি হওয়ায় দাম আকাশ ছোঁয়া ।তবুও খুশির ঈদ উপলক্ষ্যে মানুষেরা সাধ্যমতো নিজের মতো করে কিনেছে ।