সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তোলাবাজদের হামলায় আহত সেচ দপ্তরের দুই কর্মী

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২২ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

তোলাবাজদের হামলায় আহত সেচ দপ্তরের দুই কর্মী।


তোলাবাজদের ছড়া বোমের আঘাতে গুরুতর যখম সেচ দপ্তরের দুই জন কর্মী। ঘটনাটি ঘটেছে মালদা মানিকচকের ভুতনি কেশর পুর এলাকায়। মালদা ভুতনি হীরানন্দপুর অঞ্চলের কেশরপুরে চলছে ভাঙ্গন রোধের কাজ। প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে সেচ দপ্তর দপ্তরের উদ্যোগে চলছে এই কাজ । আর এই কাজের তোলা আদায়ের জন্য এরূপ দুষ্কৃতী হামলা বলে অভিযোগ।এর আগেও বেশ কয়েকবার তোলা আদায়ের চেষ্টায় হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। এর আগেও ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে এলাকায় ।মাত্র কয়েক সপ্তাহ আগে তোলাবাজদের ছোড়া বোমায় ভাঙ্গন রোধের কাজের নিরাপত্তার কাজে নিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত হয়েছিলেন। আবার একই ঘটনার পুনরাবৃত্তি। আবারো তোলাবাজদের হামলা। সেচ দপ্তরের গাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি তোলাবাজদের। জানা গেছে শনিবার দুপুর একটা নাগাদ শেষ দপ্তরের দুই কর্মী চিরঞ্জিত ও মহাম্মদ আলামগীর ভাঙন রোধের কাজ খতিয়ে দেখতে কেশর পুড়ে যাচ্ছিলেন। কেশরপুর থেকে মাত্র এক দেড়শ মিটার দূরে সেচ দপ্তরের গাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে তোলা বাজরা ।বোমার আঘাতে গুরুতর জখম হন  সেচ দপ্তরের দুই কর্মী চিরঞ্জিত মিশ্র ও মোহাম্মদ আলমগীর ।তাঁদের প্রথমে মানিকচক হাসপাতালে নিয়ে আসা হয় ।তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাদের মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মালদা ভুতনি থানার পুলিশ।