রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাংস্কৃতিক মেলবন্ধন হরিশ্চন্দ্রপুরের ঈদ মিলন উৎসব

মো : নাজিম আক্তার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৭ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

হরিশ্চন্দ্রপুর :পবিত্র ঈদ উপলক্ষ্যে ঈদের দিন অর্থাৎ 5ই জুন বৈকাল ৪টায় হরিশ্চন্দ্রপুর ঈদ মিলন উৎসব কমিটির পরিচালনায় তুলসীহাটা মার্কেট,দমকল অফিসের পার্শ্বে এক মনোজ্ঞ ঈদ মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।সেই সঙ্গে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃর্তী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । ঈদের আনন্দ সকলের মধ্যে পৌঁছে দিতে উদ্দোক্তাদের এই প্রচেষ্টা ।

কুরআন তেলাওয়াত,ইসলামীক সংগীত থেকে শুরু করে কবিতা আবৃত্তি, আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের আয়োজন করা হয়েছে ।
সেই সঙ্গে সম্প্রীতির বার্তা দিতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষদেরকে মিষ্টি মুখ করানো হবে ।
ঈদ মিলন উৎসব কমিটির সভাপতি তথা মহ : আরিফ বলেন, ‘ আমাদের ভারতবর্ষে এ পি জে আব্দুল কালাম এর মতো কৃর্তীর বড়ো অভাব, ছাত্র-ছাত্রীদের ন্যায় ও সত্যের সাথে এগিয়ে আসতে হবে।'
সম্পাদক তথা মহ : মিজানুর হক  বলেন, সারা বছর ধরে আমাদের সমাজ ও জাতি গঠনে সবাইকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই ধরনের মিলন উৎসবগুলি থেকে আমাদের সেই অনুপ্রেরণা তৈরী করতে হবে।'
অপর দিকে কমিটির উদ্দোক্তা নুর ও রনি বলেন, 'আমরা মানুষ হিসাবে সবাই সমান, সবাইকে এক হয়ে সাম্প্রদায়িক শক্তি ধ্বংস করতে হবে ও এক বৃন্তে দু'টি কুসুম হিন্দু -মুসলমান '- কবির স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হবে সবাইকে ।
ঈদ মিলন উৎসব কমিটির পক্ষ থেকে জাতি-ধর্ম-বর্ননির্বিশেষে সকলকে উৎসবে আসার জন্য আহ্বান করেন ।