তাইজুলের জোড়া আঘাত, মাসাকাদজার ফিফটি
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১২:১৭ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
সিলেট টেস্টে তাইজুল ইসলামের জোড়া আঘাতে শুরুতে চাপে পড়লেও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার ফিফটিতে ভর করে স্বস্তি নিয়ে লাঞ্চে গেছে জিম্বাবুয়ে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান।
শনিবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে জিম্বাবুয়ের দলীয় ৩৫ রানের মাথায় তাইজুলের বল স্লগ করতে গিয়ে চারি বলের লাইন মিস করেন এবং বল মিডল স্টাম্পে আঘাত হানলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ।
এরপর তাইজুলের বলে ব্র্যান্ডন টেইলরের ব্যাটের কোনায় বল লেগে তা চলে যায় অপুর হাতে আর তাতে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।
তৃতীয় উইকেট জুটিতে মাসাকাদজা এবং শিন উইলিয়ামসেন ৩৮ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন। মাসাকাদজা তার ফিফটি তুলে নিয়ে ৯৯ বলে ৪ বাউন্ডারি এবং ২ ছক্কার মারে ৫২ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দেয়া উইলিয়ামস অপরাজিত আছেন ১৩ রানে।
ম্যাচ শুরুর আগে ক্রিকেটের মক্কা হিসেবে খ্যাত লর্ডস এবং কলকাতার ইডেন গার্ডেনে রেওয়াজ অনুযায়ী টেস্ট ম্যাচ শুরুর আগে বাজানো হয় ঘণ্টা। ওই দুই ভেন্যুর মতোই খেলা শুরুর পাঁচ মিনিট আগে বাজানো হয় 'ফাইভ মিনিট বেল'। এই ঘণ্টা বাজিয়েছেন বিসিবির ডিরেক্টর এবং ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান।