ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
জাগরণ রিপোর্ট
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১১:১৯ এএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
ময়মনসিংহে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে। গোয়েন্দা (ডিবি) পুলিশর দাবি, নিহত দুই যুবক মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য।
শুক্রবার দিবাগত মধ্যরাতে মুক্তাগাছা ও সদর উপজেলায় এ ঘটনাটি ঘটে্। নিহতরা হলেন- ফুলবাড়িয়া থানার আমদালিয়া গ্রামের মো. আব্দুল্লাহ হেল কাফি (৩১) ও সদর উপজেলার আলমাগীর (২৭)। পুলিশের ভাষ্য, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, মধ্যরাতে মুক্তাগাছার রসুলপুর ঝলই ব্রিজ এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে পুলিশ এ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। ডাকাতের গুলিতে আহত হন তিন পুলিশ সদস্য। তখন পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে।
পরে আব্দুল্লার হেল কাফিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কাফির কাছ থেকে কাঠের বাটযুক্ত এলজি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।বলেও দাবী করে পুলিশ।
ওসি আরো জানান, অপর ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটেছে সদর থানায় রাত দেড়টার দিকে। এ অভিযান চলাকালে কোতোয়ালী থানার সাহেব কাচারী দরিয়াপুর মাঠ সড়কের সামনে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে এবং ঢিল ছুড়ে। পুলিশও ফাঁকা গুলি করে।
‘একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী আলমাগীরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরো দাবি করেন, এ দুটি ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মজিদ, কনস্টেবল ইব্রাহীম, সাইদুল ইসলাম ও আরমান উদ্দিন আহত হয়। এ সময় সেখান থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।