শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চমক চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলের, ম্লান বীরস্থলি স্কুল

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২৭ মে ২০১৯ সোমবার

সোমবার ঘোষনা হল উচচ মাধ্যমিকের ফলাফল। তারই মধ্যে চাঁচল ও তার পার্শ্ববর্তী বিদ্যালয় গুলির প্রথমস্থানকারী ছাত্র- ছাত্রীর তালিকা।

 সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন থেক বিদ্যালয়ে প্রথম ও রাজ্যে সম্ভাব্য দশম

 আরজু সুলতানা 

প্রাপ্ত নম্বর ৪৮৬,

 

চাঁচল রানী দাক্ষায়ণী বালিকা বিদ্যালয় থেকে প্রথম

 সম্রাজ্ঞী রায় চৌধুরী 

প্রাপ্ত নম্বর ৪৫৮,

 

কলিগ্রাম উচচ বিদ্যালয় থেকে প্রথম 

 অয়ন দাস 

প্রাপ্ত নম্বর ৪৭৮,

 

কলিগ্রাম উচচ বালিকা বিদ্যালয় থেকে প্রথম হয়েছে

 মাম্পি খাতুন

প্রাপ্ত নম্বর ৩৩৬,

 

দরিয়াপুর ইমামপুর বরামবল উচচ বিদ্যালয় থেকে প্রথম

জিমি খাতুন 

প্রাপ্ত নম্বর ৪৪৫,

 

খরবা H.N এগ্রিল উচচ বিদ্যালয় থেকে প্রথম

 জাসমিন খাতুন

প্রাপ্ত নম্বর ৪২২,

গোবিন্দপাড়া উচচ বিদ্যালয় থেকে

 প্রথম তন্ময় দেব 

প্রাপ্ত নম্বর ৪৬৫

 

তবে চাঁচলের পিছিয়ে পরা বিদ্যালয়

বিরস্থলী উচচ বিদ্যালয়। মাধ্যমিকেও তেমন ভালো ফলাফল হয়নি। এবারের উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৭১ জন।পাশ করেছে ১৯ জন । ফেল করেছে ৫২ জন। সর্বোচ্চ নম্বর-২৯৬।

এই ফলাফল নিয়ে কাকে দায়ী করবেন? সরব বিদ্যালয় সংলগ্ন বাসিন্দারা।