সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা সামি ছুরিকাঘাতে নিহত

জাগরণ ডেস্ক 

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১১:০৯ এএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

পাকিস্তানের বিশিষ্ট আলেম প্রভাবশালী ধর্মীয় নেতা ও সাবেক সিনেট সদস্য মাওলানা সামিউল হক তার নিজ বাসভবনে আততায়ীর হামলায় নিহত হয়েছেন।

তার ছেলে মাওলানা হামিদুল হক বলেন, শুক্রবার সন্ধ্যায় তার অশীতিপর বাবা যখন নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন, তখন আততায়ী তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

হামিদুল হকের বরাতে দেশটির ইংরেজি দৈনিক ডন এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, বাবার গাড়ি চালক হাক্কানি বাইরে বেরিয়েছিলেন। ফের এসে দেখেন মাওলানা সামির মরদেহ দেহ বিছানায় পড়ে আছে। তার চারপাশ রক্ত লাল হয়ে রয়েছে। 


ধর্ম অবমাননায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি খ্রিস্টান নারী আসিয়া বিবিকে সুপ্রিম কোর্টের খালাস দেয়ার ঘটনায় দেশজুড়ে আন্দোলন চলছে।

জমিয়াত উলেমা-ই-ইসলামের একাংশের নেতা ছিলেন মাওলানা সামি। আসিয়া বিবিকে খালাসের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নিতে পারেননি তিনি।

মাওলানা হামিদ বলেন, তাকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হয়েছে। নিহত মাওলানা সামির মুখপাত্র ইউসুফ শাহ বলেন, হত্যাকারীকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার উদ্দেশ্যও জানা যায়নি। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।

৮২ বছর বয়সী মাওলানা সামি খাইবার পাখতুনখাওয়ায় দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসার প্রধান ছিলেন। ১৯৮৪-১৯৯১ ও ১৯৯১-১৯৯৭ সাল পর্যন্ত তিনি দেশটির সিনেট সদস্য ছিলেন।