৭৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৭ মে ২০১৯ সোমবার
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৭৪ দিনের মাথায় সোমবার প্রকাশ হলো। রাজ্যে মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ১৩৭ জন ছাত্র-ছাত্রী। এই বছরে মোট পাশের হার ৮৭.২৯ শতাংশ। ছাত্রদের পাসের হার ৮৭.৪৪ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫.৩০ শতাংশ। উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে বীরভূম জেলা স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র শোভন মন্ডল, তার প্রাপ্তি নম্বর ৪৯৮ (৯৯.৬০) দ্বিতীয় হয়েছেন ৪৯৬(৯৯.২) উত্তর ২৪ পরগনার বিধান নগর গভমেন্ট স্কুল সংযুক্তা বসু , পূর্ব মেদিনীপুরের বজকুল বলাই চন্দ্র বিদ্যাপীঠ তন্ময় মাইকাপ, কোচবিহার দিনহাটা হাই স্কুল স্বর্ণদিপ সাহা, নদীয়া কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল রিপন নাথ, দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির মোঃ মাসুম আক্তার, কোচবিহার জেনকিস্ম স্কুল অনাতাপ মিত্র, তৃতীয় স্থান অধিকার করেছে ৪৯৪(৯৮.৮) হুগলি নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয় বর্ণালী ঘোষ, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল সুক্রিয় চক্রবর্তী, চতুর্থ স্থান অধিকার করেছে ৪৯১ আকাশ রক্ষিত, অতিহ্য সাহা, রাকেশ দে, শ্রমন জানা, কমল দাস, রাজ্যে ৪৯০ নম্বর পেয়ে মালদা গাজল হাজী মহাম্মদ হাই স্কুলের ছাত্র সপ্তর্ষি রায় ষষ্ঠ হয়েছেন। রাজ্যে সপ্তম হয়েছেন বহরমপুর জে এন একাডেমী নীলমণি সাহা।