শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালদা মুসলিম ইন্সটিউটের উদ্যোগে দাওয়াতে ইফতার এ জশন

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২৬ মে ২০১৯ রোববার

মালদা

মালদা মুসলিম ইনস্টিটিউটের উদ্যোগে মাহে রমজান মোবারক দাওয়াতে ইফতার পার্টি ও দোয়া খায়েরের আয়োজন করা হয় মালদা শহরের ১/১ কে জে সান্যাল রোডে অবস্থিত মালদা মুসলিম ইনস্টিটিউটের সভা কক্ষে।২১ রমজান উপলক্ষে দাওয়াতে ইফতার পার্টি ও দোয়া খায়ের আয়োজন করে বর্তমান কার্যকরী কমিটি। বহু বছর ধরে রমজান মাসে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে মালদা মুসলিম ইনস্টিটিউটের কমিটি। প্রতি বছরের ন্যায় এবছরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য অনেকের উপস্থিতিতে সুন্দরভাবে দাওয়াতে ইফতার ও দোয়া খায়ের কর্মসূচি সুসম্পন্ন হয়। রবিবারের মালদা মুসলিম ইনস্টিটিউটের ইফতার পার্টি ও দোয়া খায়ের এর অনুষ্ঠান হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সম্মিলিত হয়ে অনুষ্ঠান সম্পন্ন করে থাকেন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা সংসদ আবু হাসেম খান চৌধুরী, মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার পৌরপিতা নিহার রঞ্জন ঘোষ, পুরাতন মালদার বিধায়ক অর্জুন হালদার, মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুন্ডু, মালদা জেলা বিশিষ্ট সরকারি আইনজীবী হাসান আলী শাহ, কাউন্সিলর শুভময় বসু, মালদা জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম, মালদা মুসলিম ইন্সটিউটের সভাপতি আব্দুর রফিক, মালদা মুসলিম ইনস্টিটিউটের সম্পাদক ববি আহমেদ সহ ইনিস্টিউট এর সমস্ত সদস্য ও এলাকাবাসী প্রমূখ। এই দিনের অনুষ্ঠান শেষে মালদা মুসলিম ইনস্টিটিউটের সম্পাদক ববি আহমেদ বলেন আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও ইফতার পার্টি ও দোয়া করেন অনুষ্ঠান করেছি, মালদা মুসলিম ইনস্টিটিউট হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের এই অনুষ্ঠান করে থাকি। আমাদের প্রচেষ্টা সমাজকে বিভিন্ন গঠনমূলক কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া,ইসলামের প্রকৃত আদর্শ মেনে চললে সমাজ থেকে অন্যায় ও খারাপ কাজ দূরীভূত হবে।