শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজ্য তৃনমুলের সাংগঠনিক রদ বদল। এক নজরে জেনে নিন কে কোথায়?

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২৫ মে ২০১৯ শনিবার

লোকসভা ভোটে দলের খারাপ ফলের জন্য সাংগঠনিক স্তরে একাধিক রদ বদল করলেন তৃনমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

১. ঝাড়গ্রাম - জেলা সভাপতি - বীরহারা হোসেন

২.দক্ষিণ দিনাজপুর - জেলা সভাপতি - অর্পিতা ঘোষ

৩. উত্তর দিনাজপুর - জেলা সভাপতি -  কানাইলাল আগরওয়াল 

৪. উত্তর দিনাজপুর - চেয়ারম্যান -  অমল আচার্য

৫. হূগলী - চেয়ারম্যান - ড: রত্না দে নাগ

৬. বাঁকুড়া - জেলা সভাপতি -  শুভাশীষ বটব‍্যল , 

৭. বিষ্ণুপুর - জেলা সভাপতি -  শ‍্যামল সাঁতরা ।

৮. রাণাঘাট - জেলা সভাপতি -  শঙ্কর সিং

৯. কৃষ্ণনগর - চেয়ারম্যান - মহুয়া মৈত্র

১০. আসানসোল - চেয়ারম্যান -  জীতেন তেওয়ারি

১১. মালদাহ - জেলা সভাপতি - মৌসম বেনজির নূর।

১২. মুর্শিদাবাদ - জেলা সভাপতি -  আবু তাহের

১৩. মুর্শিদাবাদ - চেয়ারম্যান - শ্রী সুব্রত সাহা

১৪. জংগল মহল, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর - জেলা পর্যবেক্ষক - শুভেন্দু অধিকারি. 

১৫. হাওড়া, হূগলী, বর্ধমান পশ্চিম - জেলা পর্যবেক্ষক  -  ফিরহাদ হাকিম

১৬. জলপাইগুড়ি  - চেয়ারম্যান - ড: বিজয় বর্মণ

১৭. উত্তরবঙ্গ - জেলা পর্যবেক্ষক  - অরুপ বিস্বাস

১৮. ভোটার তালিকা সংশোধন-  অভিষেক বন্ধোপাধ্যায়।