দেশে পরিবর্তনের ঝড়,সঙ্গে প্রবল ঝড় চাঁচলে
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১৩ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার
চাঁচল,সামসি হরিশচন্দ্রপুরের এলাকার সমস্ত মানুষের ধ্যান ছিল খবরের দিকে। আসছে নতূন সরকার কি পুরোনো সরকার আবার ক্ষমতায় বসছে কে? বেশ কিছু ভোটারদের মনে একথা ঘুরপাক খাচ্ছিল। বুধবার রাত্রি আটটা নাগাদ
হঠাৎ করে বইতে শুরু করল প্রবলবেগে জোরও হাওয়া। সবকিছু দেখতে দেখতে চোখের সামনে লন্তভন্ড হয়ে গেল। কারো বাড়ির টিন বা টালির ছাউনি,কারোও গোয়ালঘর আবার কারোও কাঁচা বাড়ি। বুধবার রাত্রের ঝড়ে এমনটাই দৃশ্য দেখা দিল চাঁচল মহকুমায়।
এদিনের ঝড়ে অনেক পরিপূর্ন আমও ঝড়ে পড়ে।
ফসলে ক্ষতির আশঙ্কা করে, আমের ব্যবসায়ীরা বৃষ্টির জলে যোগ করলেন তাদের চোখের জল। আম চাষিদের সাথে দুঃখ প্রকাশে সঙ্গী হলেন নিরীহ ধান চাষিরাও। পাটের ও কিছু ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রপাড়ার চাষি।
এক মাসের মধ্যে দুইটি পোলট্রী খামার হারিয়ে শূন্য মস্তিষ্ক হয়েছেন কলিগ্রামের এক মুরগী খামার ব্যবসায়ী।
তবে মহকুমার 50 টির ও বেশী মুরগি খামার নষ্ট হয়েছে বলে জানা যায়।
তাছাড়াও চাঁচল-আশাপুর রাজ্য সড়ক ও 84 নং জাতীয় সড়কে গাছ উপরে থাকায় বেশ কিছু ক্ষন যান চলাচল বন্ধ থাকা বলে খবর।
তাছাড়াও বেশকিছু রাজনৈতিক মন কষাকষির মধ্যেও একতা প্রকাশ পেলে ঝড় থামার পরে। ভালো লাগলো মানুষের মধ্য মানবিকতা দেখে। এমনটাই মন্তব্য করেন গ্রামীন রাজনীতিবিদরা।
চাঁচল ও তার পার্শ্ববর্তী এলাকার ক্ষয়ক্ষতি অনুমান করে সবারই নজর প্রশাসন ও সরকারি মহলে। তবে ভোট প্রক্রিয়া পরে ত্রান ও সাহায্য দেওয়া হবে। আশ্বাস দিয়েছেন সকল অঞ্চলের পঞ্চায়েত প্রধান।