প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, জেলার জয় জয়াকার
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১৭ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার
মালদা
প্রকাশিত হল মাধ্যমিকে ফল। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় এবারের ফল প্রকাশ হল বলে পর্ষদ সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এবার মোট পাশের হার ৮৬.০৭%, যা বিগত বছরের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।
আর অন্যবারের মতোই এবারও রাজ্যের মধ্যে সব থেকে ভালো ফল করেছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলার পাশের হার ৯২.১৩%। আর সব থেকে বড়কথা এবার রাজ্যের ১০ লক্ষ ৫০ হাজার ৩৯৭ জনের জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান দখল করেছে পূর্ব মেদিনীপুরের সৌগত দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪ (৯৯.১৪%)।সৌগত পূর্ব মেদিণীপুরের ভগবানপুরের ইলাসপুরের বাসিন্দা। সে মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র। তাঁর বাবা ভরত কুমার দাস ওই স্কুলেরই গণিত বিভাগের শিক্ষক। মা গোয়ালাপুকুর স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী। বাড়ির ছোটছেলে সৌগত প্রথম থেকেই পড়াশোনায় দুর্দান্ত রেজাল্ট করত।গঙ্গারামপুর, এবারে প্রথম দশে স্থান পেয়েছে দক্ষিণ দিনাজপুরের একজন। ৬৮৩ নম্বর পেয়ে গঙ্গারামপুর হাইস্কুলের ছাত্র সায়ন্তন বসাক অষ্টম হয়েছে। এবারে অষ্টম স্থানে মোট ১১ জন রয়েছে। ত্যার মধ্যে সায়ন্তন একজন। শতাংশের হিসেবে যা ৯৭.৫৭%। বাড়ি গঙ্গারামপুর পৌরসভার দত্তপাড়া এলাকায়। বাবা বৃন্দাবন বসাক। পেশায় তাঁত ব্যবসায়ী। আগামী দিনে চিকিৎসক হওয়ার ইচ্ছে সায়ন্তনের।মাধ্যমিকে দশম মালদার বার্লো গার্লসের ছাত্রী
সায়নিকা দাস। তার প্রাপ্ত নম্বর ৬৮১। মালদার বার্লো গার্লস হাই স্কুলের ছাত্রী। এবছরের মাধ্যমিক পরীক্ষায় জেলাস্তরে সে প্রথম স্থান অর্জন করেছে। আর রাজ্যস্তরে সায়নিকা যুগ্মভাবে দশম স্থান অর্জন করেছে। স্বভাবতই তার এই সাফল্যে স্কুল ও পরিবারের সকলেই খুব খুশি।