মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আল আমিন মিশনের নজিরবিহীন সাফল্য

সানাউল্লাহ আহমেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১১ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

প্রতিবছরের ন্যায় এবছরও নজরকাড়া ফল করল আল আমীন মিশন যেন কুলফির বরফের মতো মধ্যশিক্ষা পর্ষদের ফলাফলে কামড় বসিয়েছে।২৭টি বালক ও ১২টি বালিকা শাখা জুড়ে মোট ১৫০৭ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে সুমাইয়া খাতুন সবোর্চ্চ নম্বরে রাজ্যে সম্ভাব্য ১৪-দশ,প্রাপ্ত নম্বর ৬৭৭, (বেলপুকুর শাখা)।তারপরেই স্থান আশিক ইকবাল রাজ্যে সম্ভাব্য ১৫ -দশ,প্রাপ্ত নম্বর ৬৭৬(পাথরচাপুড়ি শাখা)।রাজ্যে সম্ভাব্য ১৮-দশে আফতাব মোল্লা প্রাপ্ত নম্বর ৬৭৩(পাথর চাপুড়ি শাখা)।মেয়ে হয়েও পিছিয়ে থাকার কোনো গল্প ই রাখলনা আখতারা পারভিন রাজ্যে সম্ভাব্য ২০-শ,প্রাপ্ত নম্বর ৬৭১(খলতপুর শাখা)। মিশনের সাধারন সম্পাদক এম নুরুল ইসলাম মহাশয় মিশনের সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি তিনি একথা বলেন মিশনের বেশিরভাগই হত দরিদ্রদের ঘর থেকে আসা আমাদের ছাত্র-ছাত্রীরা সমস্ত প্রকার কষ্ট ও বাধা অতিক্রম করে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় প্রথম ২০-শ মধ্য মিশনের ৪জন ছাত্র-ছাত্রী। সূত্রের খবর পরিশ্রমই শেষ কথা আর আল আমীন মিশনের ছাত্র-ছাত্রীদের পরিশ্রমই শেষ কথা। ইনশাআল্লাহ আগামীতে আল আমীন মিশন আরো ভালো ফল করবে আশা প্রকাশ করেন মিশনের কর্মকর্তারা।