মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাধ্যমিকে চাঁচল মহকুমায় সেরা সিদ্ধেশ্বরীর ইফতেসাম

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৭ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

মাধ্যমিকে নিজের বিদ্যালয়ে প্রথম স্থান ও চাঁচল মহকুমায় সম্ভাব্য প্রথম স্থান করে নিল চাঁচলের ইফতেসাম হাসনাত।

মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৭৪।

চাঁচল সিদ্ধেশ্বরী ইনসষ্টিশনে পঞ্চম শ্রেনী থেকেই পাঠরত হাসনাত। এবছরের মাধ্যমিক পরীক্ষায় চাঁচোল মহকুমায় সম্ভাব্য প্রথম স্থান অধিকার করে হাসনাত। চাঁচল শহরের আজাদ পল্লীতে বসবাস হাসনাতের।পিতা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। পরিবারের রয়েছেন মা-বাবা ও ছোট্ট এক বোন। নিজের অধ্যাবসায়ের প্রচেষ্টায় তার এই সাফল্য। সে চাঁচলের অদুরে কনুয়া উচচ বিদ্যালয়ের শিক্ষক শ্বনামধন্য বেলাল হকের একান্ত ছত্রছায়ায় থেকে প্রথম শ্রেনী হইতে দশম শ্রেনী পর্যন্ত টিউশন নিতে থাকে।তারই মধ্যে এই সাফল্য। হাসনুতের ফলাফল তার পরিবার ও বিদ্যালয়ে খুশির আমেজে উৎফল্লিত হয়। হাসনাত জানান, তার পরবর্তী লক্ষ চিকিৎসক হওয়া। ইতিমধ্যেই সে প্রবেশিকার জন্য প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছেন। 

পিতা ইফতেখারে আলম বলেন, ছেলে মাঝে মধ্যে আমার ফোন থেকে ইন্টারনেটের মাধ্যমে নোট সংগ্রহ করত, আমি তাতে বাধা দিতাম। কারন আমি ভাবতাম ফোন থেকে গেম খেলে সময় অপচয় করছে।

কিন্তু তা বিপরীত টাই দেখা দিল।

সিদ্ধেশ্বরীর ইনসষ্টিউশনের প্রধান শিক্ষক আসরারুল হক বলেন, হাসনাতের পঞ্চম-ষষ্ঠ শ্রেনী থেকেই একটা জেদ চেপে বসে। শ্রেনীর মধ্যে খুব একটা ভালো স্তরে থাকার প্রচেষ্টা চালিয়ে যাবে। তার এই জেদ বাস্তবিক গন্তব্য স্থলে পৌছালো। তার এই সাফল্যের জন্যে তাকে বাহবা জানায়।