মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

এনআরসি : তথাকথিত আপত্তির প্রতিবাদে দিল্লিতে যাচ্ছে ! আমসু

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৪৮ এএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন আমসুর উপদেষ্টা আইনজীবী আজিজুর রহমান

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন আমসুর উপদেষ্টা আইনজীবী আজিজুর রহমান


গুয়াহাটি

 রাজ্যে এনআরসি উন্নীতকরণের কাজ চলছে। কিন্তু সুপ্রিম কোর্টকে অন্ধকারে রেখে এনআরসিতে আপত্তি-নিষ্পত্তির নামে প্রকৃত ভারতীয় নাগরিকদের অযথা হয়রানি করার পাশাপাশি একাংশ জাতীয়তাবাদী সংগঠন এনআরসি চূড়ান্ত তালিকা থেকে লক্ষ লক্ষ ভারতীয় মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। এই অভিযোগ করেছে আমসু।

আজ এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে আমসু সভাপতি রেজাউল করিম সরকার এবং সারা অসম ছাত্র মুক্তি সভাপতি আশরাফুল ইসলাম এই অভিযোগ করেন।
তারা বলেন, প্রতীক হাজেলা নির্দেশ দেওয়ার পর এনআরসির আপত্তি-শুনানি গ্রহণ করার ব্যাপারে আপত্তিকারী শুনানিতে উপস্থিত না হওয়ার জন্য একপক্ষীয় ভাবে বিষয়টির নিষ্পত্তি করার পেছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র রয়েছে। ভুয়ো ও ভিত্তিহীন আপত্তি গুলি খারিজ করে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুদ্ধ এনআরসি তৈরির জোরালো দাবি জানিয়েছে আমসু।

পাশাপাশি আগামীতে এনআরসি আপত্তি-শুনানির নামে প্রকৃত ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের হয়রানি বন্ধ না করা হলে আমসু রাজ্যব্যাপী গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি হাতে নেবে বলে সরকারকে জানিয়ে দিয়েছে।