শুক্রবার   ০৪ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৮ মুহররম ১৪৪৭

১৮ মাইলে যুবকের কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২০ মে ২০১৯ সোমবার | আপডেট: ০৮:৩৬ পিএম, ২০ মে ২০১৯ সোমবার

মালদা

যুবকের কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা বৈষ্ণবনগর থানার ১৬ মাইলের টোল ট্যাক্স এর পার্শ্ববর্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মালদা বৈষ্ণবনগর থানার ১৬ মাইলের টোল ট্যাক্স এর পার্শ্ববর্তী এলাকায় সোমবার সকালে যুবকের কঙ্কাল পরে থাকতে দেখে এলাকার সাধারণ মানুষেরা পরে কবর কবর দেওয়া হয় মালদা বৈষ্ণবনগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ। যুবকের কঙ্কাল উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার মালদা বৈষ্ণবনগর থানার ১৬ মাইলের টোল ট্যাক্স এর পার্শ্ববর্তী এলাকায় এক যুবকের কঙ্কাল উদ্ধার হয়েছে যুবকের কঙ্কালের কাছ থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে। ড্রাইভিং লাইসেন্স দেখে প্রাথমিক অনুমান করা হচ্ছে যুবকের নাম অনন্ত মন্ডল পেশায় গাড়িচালক।পরিবার সূত্রে জানা গিয়েছে দেড় মাস থেকে পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ ছিল না অনন্ত মন্ডলের। ঘটনায় সন্দেহে গাড়ির মালিককে গ্রেপ্তার করেছে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ।