গভীর রাতে অগ্নিকাণ্ড, চাঁচলে ভস্মীভূত একই পরিবারের পাঁচটি বাড়ী
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:১০ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার
চাঁচলঃ
গভীর রাতে আগুনে ভস্মীভূত হল গৃহস্থী বাড়ী। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে চাঁচল 1 নং ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিমগাছী উত্তরপাড়ায়। জানা যায়, গভীর রাতে বাড়ির এক কোনে দাউ দাউ করছিল আগুন। দৃশ্যটি বাড়ির প্রবীনের নজরে পরলে হইচই শুরু হয়ে যায়। ঘর থেকে বেরিয়ে পরে পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘরের ভিতর গ্যাস সিলিন্ডার থাকায় আতঙ্কে প্রতিবেশীরা বিভস্ম আগুনকে নিভাতে অক্ষম হয়। পরে প্রতিবেশীরাই পাঁচটি বাড়ি ছাই হবার পরে এলাকাগুলিতে ছড়াবার আগেই আগুন নিভাতে সক্ষম হন গ্রামবাসীরা। তাছাড়া দমকল বাহিনীকে কেউ ফোন করেনি বলে খবর। আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নিমগাছি এলাকায়। শর্ট সার্কিটে আগুন লেগেছে বলে অনুমান করে গ্রামবাসীরা।
স্থানীয় পঞ্চায়েত সদস্য ফরিকুল ইসলাম জানান, গভীর রাতের অগ্নিকাণ্ডে ফরিজন আলী সহ একই পরিবারের পাঁচজনের টিন বিশিষ্ট কাচা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা সকলেই নিম্নমানের কাজে যুক্ত, কেউ নিজের জমিতে গৃহস্থী কেউবা দিনমজুরী করে জীবনযাপন করে। ক্ষতিগ্রস্ত ফরজন,আনেশরা জানান, ঘরের ভিতর ধান,গম,পাট,চাল,সোনা,চাদি ও নগদ 200000 লক্ষ টাকাও শেষ।
বর্তমানে সর্বস্র হারিয়ে খোলা আকাশে আশ্রয় নিয়েছেন পাঁচ পরিবার।
শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌছায় উক্ত অঞ্চলের পঞ্চায়েত সমিতি সদস্য শাহাজান আলী, তিনি ক্ষতিগ্রস্তদের সরকারীভাবে ত্রান ও সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।