পশ্চিমবঙ্গ হাইমাদ্রাসা পরীক্ষার ফলাফল
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার
মালদা
পশ্চিমবঙ্গ হাইমাদ্রাসা পরীক্ষায় রাজ্যে প্রথম নওদা ত্রিমোহিনী হাইমাদ্রাসার ছাত্র সাইনুল ইসলাম।সাইনুল ৭৭১ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন। সাইনুলের বাবা মুনতাজ সেখ পেশায় চটকল কর্মী, মা মনোয়ারা বিবি সেলাইমেশিন এ কাজ করে সংসার চালান। রাজ্যে তৃতীয় মালদা চাঁচল ২ চাঁদুয়া দামাইপুর হাইমাদ্রার রাউনক জাহান.বাবা মহম্মদ রেজাউল্লাহ। ছোটো বই বিক্রেতা। বাড়ি রতনপুর হাট। মা নার্গিস পারভিন আইসিডিএস কর্মী। চার মেয়ে। রাউনাক দ্বিতীয়।রাজ্যে পঞ্চম রামনগর হাইমাদ্রাসা, গাজোল আলিউল ইসলাম। (৭৫৪)।রাজ্যে 6th সুজাপুরের নয়মৌজা সুবাহানিয়া হাইমাদ্রাসা কাশিরা খাতুন (৭৫০)।যুগ্ম দ্বিতীয় (৭৫৭ ), আবু দাদু পাখিরা ও মহম্মদ হাসমাৎ, সম্মিলনী হাইমাদ্রাসা, বাঁকুড়া। রতুয়ার চান্দুধরমপুর হাই মাদ্রাসা মাগফিরা খাতুন (৭৪৮) নবম (৭৪৭) সারিফ সনম রামনগর হাইমাদ্রাসা গাজোল সিরাজুল হক , ভগবানপুর হাইমাদ্রাসা সামসী