রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নারী পাচার চক্রের চাঁই প্রেমা দেবী গ্রেফতার

শিষ মোর্তজা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১০ এএম, ১৫ মে ২০১৯ বুধবার

চাকুলিয়া

নারীপাচার চক্রের চাঁই প্রেমাদেবী উদ্ধারকৃত এক ১৯ বছর বয়সী যুবতী কে ফিরিয়ে নিতে এসে গ্রেপ্তার হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার অন্তর্গত দেহগাঁও গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে গত ৫ই মার্চ, দেহগাঁও গ্রামের এক ১৯ বছর বয়সী স্কুল ছাত্রীকে চাকুলিয়া থানার নিকট থেকে তাদের গ্রামেরই দুইজন যুবক বিবাহ করার প্রলোভন দিয়ে বিহারের কিশান্গঞ্জ স্টেশনে নিয়ে গিয়ে ২ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে এই প্রেমাদেবীর হাতে তুলে দেয়। যাহা প্রেমা দেবী ও সাংবাদিকদের নিকট স্বীকার করেছে। ভিক্টিম্ এর বয়ান অনুযায়ী শাহ আলম নামের সেই যুবকটি এবং প্রেমাদেবী দু জনে মিলে মাদক মেশানো জুস পান করিয়ে তাকে অজ্ঞান করে ভায়া পাটনা হয়ে ভিক্টিমকে মুম্বাই নিয়ে যায় এবং সেখান থেকে ভিন্ন দেশে তাকে পাচার করার ষড়যন্ত্র করে। ভিক্টিমের জ্ঞান ফেরার পর পাচারকারীদের ষড়যন্ত্রের কথা জানতে পেরে তাদের আস্তানা থেকে পালিয়ে মুম্বাই এর পানভেল স্টেশনে গিয়ে তার এক আত্মীয়কে লোকেশন পাঠায় তাকে উদ্ধার করার অনুরোধ করে। তার আত্মীয় জুবের আলম এবং জিপি মেম্বার তানবীর আলাম চাকুলিয়া থানা এলাকার কিছু লোক যারা মুম্বাই এ কাজ করে তাদের লোকেশন পাঠিয়ে মেয়েটিকে মুক্ত ঠিকানায় রাখতে বলে এবং প্লেনে করে পুনে ও পরে মুম্বাই পৌঁছায় এবং (পরিবর্তীত নাম) জুলি খাতুন কে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনে। চাকুলিয়া থানা জুলিকে গত ২৩শে মে ১৬৪ ধারায় ইসলামপুর ম্যাজিস্ট্রেট এর নিকট হাজির করে। এদিকে বাড়ি ফিরে ভিক্টিম জুলি চাকুলিয়া থানায় তাদের গ্রামের সেই দুইজন প্রত্যারক এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। চাকুলিয়া পুলিশ তদন্তে নামায় অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। ভিক্টিম জুলি চালাকি করে প্রেমাদেবীকে তাদের বাড়ি ডাকে। সেই অনুযায়ী প্রেমাদেবী আজ ১৪ই মে ভিক্টিম এর বাড়ি আসলে ভিক্টিম সহ তাদের আত্মীয়-স্বজন পুলিশের হাতে তাকে তুলে দেয়। প্রেমাদেবী সাংবাদিকদের নিকট ভুল ঠিকানা দিলেও পুলিশ তার প্রমাণাদি দেখে জানতে পেরেছে তার বাড়ি আরোপুর, আরুপুর, মুজাফ্ফারপুর, রুপাউলি, বিহারে। আরো জানা গেছে প্রেমাদেবীর মহাজ্বাল আসাম, গোয়াহাটি, পাটনা, হরিয়ানা, ও মুম্বাইয়ে বিস্তৃত। পুলিশ তার নিকট থেকে তিনটি মোবাইল ফোন, ঘুমের ঔষধ, চক্লেট, স্প্রে করার বোতল ও সন্দেহজনক আরো কিছু সামগ্রী উদ্ধার করেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের তল্লাশি শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।