‘আল্লাহু আকবর’ বলে সেজদা দেয়ায় বিজয়ীকে পরাজিত ঘোষণা!
পুষ্প প্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩০ এএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার
তুরস্কে এক কুস্তি প্রতিযোগিতায় বিজয়ী কুস্তিগির ‘আল্লাহু আকবর’ বলে সেজদা দেয়ায় তাকে অন্যায়ভাবে পরাজিত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি।
ঘটনাটি গত বছরের মাঝামাঝির দিকে হয়।
জানা গেছে, প্রতিযোগিতায় এক রাশিয়ানের প্রতিদ্বন্দ্বী ছিলেন আনাস উসুলু দ্বৈত। প্রায় ৪০ মিনিট লড়াই করে বিজয়ী হওয়ার পর আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহু আকবর বলে সেজদা দেন তিনি। কিন্তু হঠাৎই রফারি বিজয়ী ঘোষণা করার বদলে পরাজিত ঘোষণা করেন।
তবে রেফারির এ ধরণের অনৈতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে তুর্কি রেসলিং ফেডারেশন। ফেডারেশনের চেয়ারম্যান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটা কুস্তির নিয়মের মধ্যে পড়ে না। আনাসের আরো সুযোগ ছিলো, সময়ও ছিলো।
সবশেষে তিনি আনাসকে কোরআনের এক আয়াত দিয়ে সান্ত্বনা দেন। আয়াতটি হলো- ‘হীনমন্য হয়ো না, দুঃখ করোনা, বিজয়ী তুমি হবেই যদি বিশ্বাস রাখতে পারো’ – সূরা আল ইমরান।