রাজ্য সরকারের ত্রান পেয়ে খুশি চাঁচলের বাসিন্দা
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:২৪ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার | আপডেট: ১০:২৪ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার

গত এপ্রিল মাসে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে বাসস্থানে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চাঁচল 1 নং ব্লকের ভগবানপুর অঞ্চলের অন্তর্গত বেলপুকুর গ্রামে। ক্ষতিগ্রস্ত কামিলুদ্দিন আহমেদ জানান, দীর্ঘ একমাস ত্রানের অপেক্ষায় রয়েছিলাম। ঘোরপাক খাচ্ছিলাম স্থানীয় রাজনৈতিক মহলে। এপ্রিল মাসেই ত্রানের আবেদন করেছিলাম বিপাকে ছিলাম আমি।
উক্ত অঞ্চলের পঞ্চায়েত সমতি সদস্য শাহজান আলী জানান, নির্বাচন প্রক্রিয়াতে ব্যস্ত থাকায় এইরকম পরিস্থিতি ছিল। তাই সপ্তাহের শুরুতে দুস্থ ব্যক্তিকে ত্রান পাওয়ার সাহায্য করলাম।