মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দাবি আদায়ে কর্মবিরতি চাঁচল হাসপাতালের সাফাই কর্মীদের

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার

নর্থ বেঙ্গল বাসফোর এন্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর চাঁচল মহকুমা কমিটির পক্ষ থেকে 6 দফা দাবি আদায়ে এই সংগঠনের সাফাই কর্মীরা সোমবার চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালনের মধ্য দিয়ে বৃহত্তর আন্দোলন শুরু করে। সাফাই কর্মীদের বক্তব্য, এর আগেও তারা এইরকম আন্দোলন করেছে কিন্তূ আশ্বাস পেলেও কোনো ফল হয়নি। তাই আজও এই আন্দোলনের ডাক দেন।এই জন্য আজ তারা এক দিনের কর্মবিরতি কর্মসূচি ও গ্রহণ করে। এই আন্দোলন কর্মসূচি নেতৃত্ব দেন হরিজন সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণা ডোম,জেলা সম্পাদক লোপ কুমার মল্লিক ও মহকুমা সম্পাদক উত্তম হরিজন। তাদের মূল দাবিগুলো হলো-

 ১) সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে,২) কর্মীদের PF বৃদ্ধি করতে হবে,৩)আলোচনা ছাড়া কর্মীদের ছাটাই করা চলবে না,

৪)কর্মীদের নিরাপত্তা দিতে হবে,

৫) অ-হরিজনদের এই কাজে নিয়োগ বন্ধ করতে হবে।

শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল হাসপাতাল সুপার এটেন্ডেন্ট সান্তনু বাবু এর কাছে এই মর্মে দাবী পেশ করে। শেষে হাপাতাল সুপার এটেন্ডেন্ট আশ্বাসে এই কর্মসূচির সমাপ্তি   

ঘটে। তবে মহকুমা সম্পাদক উত্তম হরিজন জানায়, আমাদের এই দাবি অগ্রাহ্য হলে পরবর্তীতে আমরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবো বলে জানান কর্মরত সাফাই কর্মীরা।