মালদায় নতুন লিটল ম্যাগাজিন প্রকাশিত
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১২ মে ২০১৯ রোববার
মালদা
বর্তমানে ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থায় লিটল ম্যাগাজিনের অবস্থা খুবই শোচনীয়। বর্তমানে মানুষ বই পড়তেই চায় না। বই কিনতে মানুষের ভয়ানক অনীহা।চারিদিকে সন্ত্রাস ও জোরজুলুমের আবহে মানুষের মনে শান্তির বড় অভাব, তাই মানুষ ক্রমশ সাহিত্য বিমুখ হয়ে পড়ছে।এমতাবস্থায় লিটল ম্যাগাজিনের অবস্থা কেমন হতে পারে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবুও মালদা শহরের গুটি কয়েক সাহিত্য পাগল মানুষের একাত্মা সাহিত্য- হৃদয় এক হয়ে "অভিমুখ সাহিত্য পত্রিকা"র জন্ম দিল। "অভিমুখ সাহিত্য পত্রিকা"র পথ চলা শুরু হল।
শনিবার রাতে মালদা তিন নং গভঃ কলোনীতে "সুর-সৃষ্ঠি"র নিজস্ব ভবনে "অভিমুখ সাহিত্য পত্রিকা " প্রকাশিত হল। পত্রিকার মোড়ক উন্মোচন করলেন বিশিষ্ট কবি পার্থ বসু, আকমল হোসেন, লেকচারার দীপানঞ্জনা শর্মা,নুরুল ইসলাম, পত্রিকা সম্পাদক অরিন্দম ঘোষ, বাচিক শিল্পী অশোক ঘোষ , বিশ্বনাথ চৌধুরীসহ আরো বিশিষ্ট কবি ও সাহিত্যিক।অনুষ্ঠান কবিতা ,গল্প , আবৃত্তি ও গানের মধ্য দিয়ে অসাধারণ মহিমায় উদ্ভাসিত হয়ে উঠেছিল। পত্রিকাটি আপাতত বছরে দুটি সংখ্যায় প্রকাশিত হবে।