বৈশাখী শেষে তীব্র গরমের দাপট চাঁচলে
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৪৮ পিএম, ১১ মে ২০১৯ শনিবার
চাঁচলঃ
শনিবার মালদহের চাঁচল ও তার প্রতিবেশী এলাকাগুলিতে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36° সেলসিয়াস।
তক তকে রোদ্র যেন মরভূমির বালিতে পরিনত হয়েছে চাঁচলের সড়কপথ গুলি। তাই এদিনের দুপুরে চাঁচল শহরে পথচারী শূন্যপ্রায়। টোটাে, রিক্সা কেউবা বড়ো গাড়িতে নিকটবর্তী যাত্রা করেন। এদিনের তীব্র গরমের দাপটে চাঁচলের কলিগ্রামের এক খামারে 150 টি পোলট্রী মারা যায় বলে জানা যায়। চাঁচলের গ্রাম্য মাঠগুলিতে
পাকা হয়েছে বোরো ধান। প্রচণ্ডহারে রোদ্রকে উপেক্ষা করে ক্ষেতমজদুররা ঘরে ফসল তুলছেন। এই গরমে চাঁচল ব্লকের পঞ্চায়েত গুলিতে এন আর ই জি এস একশো দিনের কাজও জোর পরেছে। সামনে ইদের পরব তাই 100 দিনের শ্রমিকদের কাজ জোর দেওয়া হয়েছে বলে জানান মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানা যায়, রবিবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।